বিডি অ্যাম্বুলেন্স সার্ভিস একটি মানবসেবার প্রফেশনাল অফ লাইন ও অন লাইন সেবাদানকারী প্রতিষ্ঠান। অ্যাম্বুলেন্সের সাহায্যে জরুরিভাবে জনগনের স্বাস্থ্যসেবা গ্রহণের উদ্দেশ্যে হাসপাতালে বা সংশ্লিষ্ট স্থানগুলোতে গমন করে থাকে। গুরুতর রক্তাক্ত জখম, হাঁড় ভেঙ্গে যাওয়া, বুকের ব্যথা, গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্তি, শ্বাসকষ্টের সমস্যা, গর্ভকালীন পরিচর্যা, মুখোমুখি গাড়ী সংঘর্ষ কিংবা অন্য যেকোন ধরনের দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের দরকার পড়ে থাকে। বিডি অ্যাম্বুলেন্সে বিশেষ ধরনের যন্ত্রপাতি মজুত রাখা হয় যা ব্যক্তি বা রোগীকে জীবিত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। রক্ত বন্ধ করা, ভাঙ্গা হাঁড় নড়াচড়া না করা, আগুনে পুড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরাময়ের ব্যবস্থা রাখা ইত্যাদি জরুরী চিকিৎসা সহায়ক সামগ্রী অ্যাম্বুলেন্সে রাখা হয়। এছাড়াও এতে অতিরিক্ত জরুরি যন্ত্রপাতি রাখা হয় যার সাহায্যে নবজাতককে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে সক্ষমতা অর্জন করে কিংবা হৃদযন্ত্রকে স্বাভাবিক ও সচল রাখতে চেষ্টা চালানো হয়। দূরত্বভেদে ঢাকাসহ বাংলাদেশের যেকোন স্থানে রোগীর বহন করে এই অ্যাম্বুলেন্স বিভিন্ন এলাকার ভাড়া বিভিন্ন রকম হয় এবং ঢাকার বাইরে ও দূরত্বভেদে ভাড়ার হার ভিন্ন রকম হয়। একসঙ্গে মোট ভাড়া নির্ধারিত হয় বলে তেল বা গ্যাস, অক্সিজেন ও এসি ইত্যাদির খরচ আলাদাভাবে দিতে হয় না। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। তবে রাস্তার দূরত্ব ও যানজটের কারণে সময়ের তারতম্য হতে পারে। জরুরি প্রয়োজনে আগে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, পরে টাকা দিতে হয়। টাকা হাতে হাতে বা মোবাইল ট্র্যান্সফারের মাধ্যমে হয়ে থাকে। তবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ভিসা বা মাষ্টার কার্ডের মাধ্যমে ট্র্যান্সফার করার ব্যবস্থার কাজ চলমান রয়েছে।
লক্ষ্যঃ
দেশের প্রত্যন্ত অঞ্চলের সকল শ্রেণীর মানুষের কাছে আম্বুলেন্স সেবা নিশ্চিত করা।
উদ্দেশ্যঃ
অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা।
আইসিইউ (লাইফ সাপোর্ট)
যে রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, গুরুতর শ্বাসকষ্ট ছাড়া বিভিন্ন রোগে ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাদের ক্রিটিকাল কেয়ার ডিপার্টমেন্টের ডাক্তার অথবা ব্রাদারের সহায়তায় রোগীকে নিবিড় পরিচর্যার সকল ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা প্রদানের ব্যবস্থাপনাকে আইসিইউ/ কার্ডিয়াক/ পিসিইউ/ এনাইসিইউ অ্যাম্বুলেন্স বলা হয়ে থাকে।
নন-এসি (শীতাতাপ নিয়ন্ত্রিত এমন নয় অ্যাম্বুলেন্স), এসি (শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স), ফ্রিজার ভ্যান (লাশবাহী অ্যাম্বুলেন্স), আইসিইউ (লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স) সহ সাধারণ গাড়ীর মাধ্যমে সেবা প্রদান করা হয়।
নন-এসি (শীতাতাপ নিয়ন্ত্রিত এমন নয় অ্যাম্বুলেন্স)
সাধারণ পরিবহনের মত তবে অ্যাম্বুলেন্স সুবিধা আছে কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত নয় এমন অ্যাম্বুলেন্স। খুব গুরুত্বপূর্ণ নয় অথবা সাধারণ জখম প্রাপ্ত রোগীরা এই অ্যাম্বুলেন্স এর মাধ্যমে সেবা গ্রহন করে থাকে।
এসি অ্যাম্বুলেন্স (শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স)
রোগীর শরীর শীত প্রবাহ গ্রহণ করতে সক্ষম অর্থাৎ অ্যাম্বুলেন্সের মাধ্যম্যে শীতাতাপ নিয়ন্ত্রিন করা যায় এমন গাড়িতে রোগীরা এই সেবা নিয়ে থাকে।
আইসিইউ (লাইফ সাপোর্ট)
যে রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, গুরুতর শ্বাসকষ্ট ছাড়া বিভিন্ন রোগে ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাদের ক্রিটিকাল কেয়ার ডিপার্টমেন্টের ডাক্তার অথবা ব্রাদারের সহায়তায় রোগীকে নিবিড় পরিচর্যার সকল ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা প্রদানের ব্যবস্থাপনাকে আইসিইউ/কার্ডিয়াক/পিসিইউ/এনাইসিইউ অ্যাম্বুলেন্স বলা হয়ে থাকে।
ফ্রিজার ভ্যান (লাশবাহী)
এই অ্যাম্বুলেন্স মূলত মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রিত। সাধারণত লাশের দেহ দীর্ঘসময় সংরক্ষণ বা দূরবর্তী এলাকাতে স্থানান্তরের ক্ষেত্রে এই সেবার প্রয়োজন হয়ে থাকে। তবে গ্রীষ্মপ্রধান বাংলাদেশে মৃতদেহ দূরে নিয়ে যাওয়াটা অনেক সময় বেশ ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ফ্রিজার ভ্যান বেশ সহায়ক। প্রতিটি ভ্যানে সর্বোচ্চ দুটি মৃতদেহ বহন করা যায়। সিঙ্গেল ডেকর যানের সাথে চালকের পাশে একজন এবং ডাবল ডেকর যানের সাথে অতিরিক্ত আরও দুইটি আসনের ব্যবস্থা আছে।
এয়ার অ্যাম্বুলেন্স
রোগী স্থানান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এয়ার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টার বা বিমানে সাধারণতঃ একই ধরনের যন্ত্রপাতিতে সাজানো থাকে যা ভূমিতে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের অনুরূপ।এয়ার অ্যাম্বুলেন্সের জন্য এই প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে সার্ভিস হায়ার করে দেয়। ফলে নিজস্ব কোন সুবিধা উল্ল্যেখ করার সুযোগ নাই। তবে এয়ার অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থা থাকে তা মূলতঃ এয়ার অ্যাম্বুলেন্সের ভিতরে পাইলটসহ একজন এবং রোগীর সাথে ডাক্তার ও একজন সহকারী আসনের ব্যবস্থা আছে। দিন তারিখ সময় অনুপাতে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হয়। বাংলাদেশীদের জন্য বেশ ব্যয়বহুল এই অ্যাম্বুলেন্স সেবা।
খুব সহজ উপায়ে সাইটে থাকা ফর্ম পূরণ অনুযায়ী প্রয়োজন মোতাবেক একটি এ্যাম্বুলেন্স সার্ভিস নির্ধারন করা সম্ভব। সেক্ষেত্রে ফর্মের শুরুতে নাম, সার্ভিস সনাক্তকরণ, কোথা থেকে এবং কোন স্থান পর্যন্ত, কোন তারিখ কোন সময়ে যাত্রা হবে সেটি পূরণ করে মোবাইল ফোন নম্বর দিতে হবে। পাশে বিকল্প একটি নম্বর অবশ্যই দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সম্মানিত ক্লায়েন্ট এর নেট জনিত সমস্যা, চার্জ না থাকা বা অন্য ফোনে কথা বলার কারনে একটি নম্বরে যোগাযোগ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে উল্লিখিত সেবাটি দিতে বা নিতে সমস্যা হয়ে যায়। রোগীও প্রয়োজনীয় এ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হয়। সেদিক বিবেচনা করে অভিজ্ঞতার আলোকে এই বিকল্প নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। ফর্ম পূরণ শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই সাকসেসফুল ম্যাসেজ দেখাবে। তার মানে অর্ডারটি সঠিকভাবে দেয়া সম্ভব হয়েছে। কিছু সময়ের মধ্যে বিডি এ্যাম্বুলেন্সের প্রতিনিধি প্রদত্ত নম্বর কল দিয়ে বাকিটা নিশ্চিত করে নেবেন। এছাড়াও পেজে থাকা নম্বরে কল দিয়ে এ্যাম্বুলেন্স বুক করা সম্ভব। এছাড়াও নিচে দেয়া তথ্য অনুযায়ী একজন ব্যক্তি সেবাগুলো নিতে পারবেন।
অনলাইন বুকিং
বিডি এ্যাম্বুলেন্স একটি বাংলাদেশী এ্যাম্বুলেন্স বুকিং প্লাটফর্ম। অভিজ্ঞতা সম্পুর্ন সবচেয়ে কম মূল্যে সেবা নিশ্চয়তা রয়েছে এখানে। যেকোন বাংলাদেশী সিটিজেন ওয়েব সাইট, হোয়াটস এপ, উইচ্যাট বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট তার সাথে যতদ্রুত সম্ভব যোগাযোগ করবেন।
অফলাইন বুকিং
বিডি এ্যাম্বুলেন্স একটি বাংলাদেশী এ্যাম্বুলেন্স বুকিং প্লাটফর্ম। অভিজ্ঞতা সম্পুর্ন সবচেয়ে কম মূল্যে সেবা নিশ্চয়তা রয়েছে এখানে। যেকোন বাংলাদেশী সিটিজেন ল্যান্ডফোন, মোবাইল ফোনে এ্যাম্বুলেন্স বক করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট তার সাথে যতদ্রুত সম্ভব যোগাযোগ করবেন।
ম্যাসেজ বুকিং
বিডি এ্যাম্বুলেন্স একটি বাংলাদেশী এ্যাম্বুলেন্স বুকিং প্লাটফর্ম। অভিজ্ঞতা সম্পুর্ন সবচেয়ে কম মূল্যে সেবা নিশ্চয়তা রয়েছে এখানে। যেকোন বাংলাদেশী সিটিজেন যেকোন ধরণের মেসেজের মাধ্যমে যোগাযোগ করে এ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট তার সাথে যতদ্রুত সম্ভব যোগাযোগ করবেন।
রেফারেন্স বুকিং
যেকোন পরিচিত অপরিচিত ব্যক্তির মাধ্যমে এ্যাম্বুলেন্স বুক করতে পারবেন।
কর্পোরেট সার্ভিস
অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিডি এ্যাম্বুলেন্স জরুরি ও কর্পোরেট সেবা প্রদান করে থাকে। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফোনে অথবা ইমেইলের মারফত যেকেউ যোগাযোগ করতে পারে। আমাদের প্রতিনিধি আমাদের দেয়া তথ্য মোতাবেক ৭ দিনের ২৪ ঘন্টা আপনাদের পাশে আছে। যোগাযোগ- +88016 23 92 92 92 or info@bdambulance.com
কর্পোরেটে যে সেবাগুলো দেয় তা নিন্মরুপঃ
এয়ারপোর্ট এর জন্য গাড়ি
দীর্ঘ মেয়াদী বা মাসিক চুক্তিতে গাড়ী দেয়া
যেকোন ধরণের কর্পোরেট গাড়ী
দৈনিক ভাড়ায় গাড়ী প্রদান
অনুষ্ঠানের জন্য গাড়ী প্রদান
যেকোন জেলার জন্য গাড়ী প্রদান
ঘন্টা চুক্তিতে গাড়ী প্রদান
ট্যুরের জন্য গাড়ী প্রদান
অফিস যাতায়াতের জন্য গাড়ী প্রদান
দৈনিক/ মাসিক/ বাৎসরিক চুক্তিতে এ্যাম্বুলেন্স ভাড়া।
অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠানে গিয়ে বা নির্ধারিত ফোন নম্বরে ফোন অথবা অনলাইনের মাধ্যমে অ্যাম্বুলেন্স ভাড়া করা যায়। ফোন করে ঠিকানা জানালে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। যেকোন সময়ই অ্যাম্বুলেন্স ভাড়া করা যায়। এই প্রতিষ্ঠানটি রোগীদের সেবায় ২৪ ঘন্টাই সার্ভিস দিয়ে থাকে। হরতাল, অবরোধ ও অন্যান্য সরকারী ছুটির দিনগুলোতে ভাড়ার হারের সামান্য তারতম্য হতে পারে। তবে এ জাতীয় বিষয় দেখা দিলে ভাড়া নেবার পুর্বেই বিষয়টি অবগত করে সম্মতি সাপেক্ষে নিশ্চিত করা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে এ্যাম্বুলেন্সের মোট ভাড়ার থেকে ২০% (শতাংশ) অগ্রিম নেয়া হয়। তবে জরুরি বা অর্থনৈতিক সমস্যায় কোন অগ্রিম টাকা নেয়া হয় না। এছাড়া দুঃস্থ রোগীদের ক্ষেত্রে বিবেচনা পুর্বক ভাড়া নির্ধারন করা হয়। প্রয়োজনে ফ্রী তে অর্থাৎ বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে।
একটু গভির ভাবে চিন্তা করলে দেখা যাবে সাধারণ যানের চেয়ে এ্যাম্বুলেন্সের ভাড়া তেমন বেশি নয়। সাধারণ একটি হাইএইচ মাইক্রো বাসের চালক থাকে একজন। একই যানে অ্যাম্বুলেন্সের সুবিধায় গাড়ির চালক হতে হয় ২ জন। সাধারণ যানে কোন হেল্পার বা সহকারীর প্রয়োজন থাকে না। কিন্তু অ্যাম্বুলেন্স যানে একজন সহকারী থাকা আবশ্যক রোগী স্থানান্তরে সমস্যা হয়। সাধারণ যান একটি স্থানে ভাড়া বা ট্রিপ নিয়ে গেলে আসার সময় অন্যযাত্রী বহনের জন্য উন্মুক্ত থাকে। প্রয়োজনে অপেক্ষা পুর্বক নতুন ভাড়া নিয়ে আসতে পারে। কিন্তু অ্যাম্বুলেন্স যানে তা সম্ভব নয়। অ্যাম্বুলেন্স একটি গন্তব্যে পৌঁছে তাকে ফিরে আসা বাধ্যতামূলক। সুতরাং ড্রাইভার, হেল্পার, গাড়ির খরচ এমনিতেই অনেক বেশি হয়। এছাড়াও সরকারের অর্থ কোষাগারে অন্যান্য যানের মতই অ্যাম্বুলেন্সের ব্যয়ভার সমান। যেমন; নিবন্ধন ফি, ট্যাক্স, ফিটনেস, ইনস্যুরেন্স, সেতু টোল ইত্যাদি। সার্বিক দিক যোগ বিয়োগ করলে অ্যাম্বুলেন্সের ভাড়া সাধারণ যানের মতই।
– সম্ভব হলে সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলে রোগীর অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থান্তান্তর লাগবে কি না তা নিশ্চিত হওয়া।
– ২৪ ঘণ্টাই রোগীদের সেবা দেয় এমন কোন অ্যাম্বুলেন্স সার্ভিসের সচল ফোন নম্বর সংগ্রহে রাখা।
– অ্যাম্বুলেন্স সার্ভিসের সংগ্রহে থাকা নম্বরে যোগাযোগ করে রোগীর অবস্থান ও স্থানান্তরের জায়গা (হাসপাতাল, ক্লিনিক, বাসা, ফ্যাক্টরি বা অন্যকোন স্থান) নাম জানানো।
– মুলতঃ নন-এসি, এসি, ফ্রিজার ভ্যান, লাইফ সাপোর্ট ICU গাড়ী, এয়ার সার্ভিস অ্যাম্বুলেন্স হয়ে থাকে। তাই নির্ধারণ করা কোন সার্ভিস রোগীর জন্য প্রয়োজন। সেই মোতাবেক সার্ভিস চার্জ নির্ধারণ হবে।
– সার্ভিস বা সেবা গ্রহনের পুর্বেই সার্ভিস চার্জ জেনে নেয়া।
– রোগীর সঙ্গিয় কাগজপত্র বা আনুসাঙ্গিক প্রয়োজনীয় জিনিস-পত্র সংগ্রহে রাখা। রোগীর সাথে যে এটেন্ডেন্ট থাকবে তার প্রয়োজনীয় জিনিস পত্র সংগ্রহে রাখা।
– অ্যাম্বুলেন্স নেয়ার বিষয়টি নিশ্চিত হলে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স এর অবস্থান জানা।
– অ্যাম্বুলেন্স এর ড্রাইভার ও সহযোগীর ফোন নম্বর সংগ্রহে রাখা। এবং তাদেরকে রোগীর অবস্থান সম্পর্কিত তথ্য দিয়ে দেয়া।
– অতপরঃ সার্ভিস নেয়া সম্পূর্ণ হলে অ্যাম্বুলেন্স মালিককে বা প্রতিষ্ঠানকে অবগত করা।
– অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের ব্যক্তি মালিক বা প্রতিষ্ঠানের মালিকের সাথে গন্তব্যের যাত্রাপথ আলোচনা করে নেয়া। কারণ সে আপনার থেকে রোগি নিয়ে রাস্তা সেবা ভালো জানে তাই তার কথার গুরুত্ব দেয়া।
– অ্যাম্বুলেন্স এর ড্রাইভার ও সহযোগীর আচরণের কোন ত্রুটি দেখলে তা তাৎক্ষনিক ব্যক্তি মালিক বা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষকে অবগত করা।
– অ্যাম্বুলেন্স সেবা গ্রহনের ক্ষেত্রে নিজের হেফাজতে থাকা সচল নম্বরে যোগাযোগ করে নিজেই সার্ভিস খরচ নিশ্চিত করা। অন্যথায়, অন্যের মাধ্যমে যোগাযোগ করে সেবা গ্রহন করলে সার্ভিস চার্জ বেশি হতে পারে বা রাস্তায় কোন প্রব্লেম হলে ৩য় ব্যাক্তি তার কোন দায়ভার নিতে সমস্যা করে। ফলে বিভিন্ন বিভ্রান্তির সম্মুখীন হতে পারে।
দিন-রাত্রি ২৪ ঘন্টা বিডি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা কার্যক্রম চালু রাখে।
অ্যাম্বুলেন্স সেবার জন্য নিন্মোক্ত নম্বর সমূহে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
info@bdambulance.com
+880 1623 92 92 92
+880 1926 11 11 55
+880 1937 11 11 55
নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে উন্নত দেশগুলোর মতো জাতীয় ভাবে ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস (৯৯৯) সেবা চালু করেছে সরকার। বাংলাদেশ পুলিশের পরিচালনায় এই সেবা দেশব্যাপী নিশ্চিত করতে সক্ষম। তাৎক্ষণিক পুলিশি সেবা, তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিস সেবা এই ৯৯৯ এর মাধ্যমে প্রদান করে থাকে। যেকোন ফোন থেকে বিনা খরচে ৯৯৯ এ কল দেয়া যায়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ উদ্ভাবিত পাইলট কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া কার্যক্রমটি আজ পুর্নাঙ্গভাবে বাংলাদেশ পুলিশের কমান্ড সেন্টার থেকে পরিচালিত হচ্ছে।
এ্যাম্বুলেন্স এমন একটি যান। যেখানে কোন শর্ত দিয়ে সেবা প্রদান বেশ অমানবিক। তবুও সার্বিক বিষয়ে এবং অভিজ্ঞতার আলোকে নিন্ম লিখিত শর্তাবলি পেশ করা হল। প্রতিটি এ্যাম্বুলেন্সের চালক ও মালিক চেষ্টা করে তাদের যেন কোন ভুল না থাকে। যে ভুলে মানুষের জীবন ও সম্পর্ক বিপন্নের দিকে নিয়ে যায় সেখান থেকে চেষ্টা করে তা সঠিক কল্যানময় করে তুলতে। তারপরেও ভুল হয়। এই ভুল থেকে রক্ষা পেতে সম্মানিত সেবা গ্রহকের সর্বান্তক সাহায্য কামনা করছি।
বিডি অ্যাম্বুলেন্স এর সেবাটি গ্রহনের সময় কোন দুর্ঘটনা বা চুরির জন্য বিডি এ্যাম্বুলেন্সের কোন প্রতিনিধি দায়বদ্ধ নয়। তবে সেবাগ্রহিতার সুরক্ষায় বিডি এ্যাম্বুলেন্স কর্তিপক্ষ যথেষ্ট তৎপর।
সেবাগ্রহীতার সেবা পেতে বিডি এ্যাম্বুলেন্স তদারকির ভূমিকায় দায়বদ্ধ।
সেবাটির মধ্যে ভ্যাট ট্যাক্স টোল, ফেরী চার্জ যুক্ত থাকে। আলাদা করে উল্লিখিত বিষয়ে কোন পেমেন্ট দিয়ে সেবাগ্রহীতা মোটেও বাধ্য নয়।
ফাস্ট এইড বক্স, সিট বেল্টসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি এ্যাম্বুলেন্সে না থাকলে বিডি এ্যাম্বুলেন্স কে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
ফ্রিজার/ লাশবাহি এ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অবশ্যই এ্যাম্বুলেন্স কতকাল গন্তব্যস্থলে অপেক্ষা করবে সে বিষয়ে আনুমানিক একটা ধারনা দিতে হবে। সেই অনুপাতে এ্যাম্বুলেন্সে ফুয়েল লোড রাখতে হয়।
আই সি ইউ এ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কি কি যন্ত্রপাতির ব্যবহার হতে পারে তা সেবাগ্রহীতার পক্ষ থেকে নিশ্চিত করা জরুরী। অন্যথায়, উল্লিখিত বিষয়ে অভিযোগ গ্রহণযোগ্য নয়।
Experienced in Emergency Intensive Care Unit. And doing Echocardiography, Interpreting complex Ecg’s , Treadmill Test & Holter. Treating Cardiac & Diabetic patients both in Out Physician as well as in Life Support vehicle.
Expertise in handling accident and emergency cases. Ability to deal the situation sympathetically with sensitive circumstances.
Ability to keep myself up to date with the latest treatments, medicines and medical developments. Assisted in the operating theaters in surgical operations.
Experienced of working in a pressurized environment. Ability to work long and unsociable hours. ICU physician or designate, the quick responsible to provide direct clinical services for critically ill adult patients.
বিডি এ্যাম্বুলেন্স ওয়েবসাইট একটি গুরুত্বপুর্ন ওয়েব পোর্টাল। এই সাইটের মাধ্যমে খুব সহজেই বাংলাদেশের প্রয়োজনীয় ডাক্তারদের খুঁজে পাওয়া যায়। এই সাইটে প্রয়োজনীয় প্রায় সকল ধরণের এম বি বি এস এবং পুরুষ ও মহিলা ডাক্তারদের তথ্য বের করা সম্ভব। চাইলে খুব সহজেই ই এন টি, গাইনিক্লোলজি, কার্ডিওলজি, চোখ, শিশু বিশেষজ্ঞ, বুক, লিভারসহ সকল শ্রেণীর বিশেষজ্ঞ ডাক্তাদের তথ্যাদি পাওয়া সম্ভব। আমরা চেষ্টা করেছি দেশের প্রায় সকল বিশেষজ্ঞদের তথ্য তুলে ধরতে। তবে বিডি এ্যাম্বুলেন্স এই তথ্যের জন্য মোটেও দায়ী নয়। এই তথ্য সংগ্রহ কারী নিজ দায়িত্বে তথ্য যাচাই বাছাই করে নিশ্চিত করবেন। যদি কোন তথ্য ভুল শনাক্ত হয় তাহলে আমাদের জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সে তথ্য যাচাই বাছাই পুর্বক সংশোধন করতে বাধ্য থাকবো। এমন কোন বিষয় শনাক্ত হলে আমাদের ইমেইলের মাধ্যমে জানানো যাচ্ছে। info@bdambulance.com
বাংলাদেশে অনেক সরকারী ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ফটোলজি, ডায়াগনস্টিক সেন্টার, হেলথ ও মেডিক্যাল কেয়ার সেন্টার আছে। এছাড়াও উন্নত মানের যন্ত্রপাতিসহ শিশু, ক্যানসার, মা, দন্ত, ইউরোলজি, কিডনি, চোখসহ বিভিন্ন ক্যাটাগরির প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ঢাকায় অবস্থিত। বাংলদেশি এই সাইটের মাধ্যমে একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী হাসপাতালের তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। আমরা সর্বদা চেষ্টা করি এই হাসপাতালের তালিকায় নতুন তথ্য সংযোজন করতে। যদি কোন তথ্য ভুল বা অসম্পুর্ন থেকে থাকে সেক্ষেত্রে বিডি এ্যাম্বুলেন্স দায়ী নয়। এই তথ্যের কোন বিনিময় বিডি এ্যাম্বুলেন্স করে না। কেবলমাত্র উপকারের সার্থে এই তথ্যগুলো এখানে প্রকাশ করা হয়েছে। কেউ যদি উল্লিখিত তথ্যের কোন ভুল চিনহিত করতে পারেন তাহলে বিডি এ্যাম্বুলেন্সের পক্ষ থেকে অনুরোধ থাকে যে, প্রদর্শিত ইমেইল এ সঠিক তথ্য পাঠাতে পারেন। আমরা সেই তথ্য যাচাই বাছাই পুর্বক সংশোধন করতে বাধ্য থাকবো। আমাদের ইমেইল- info@bdambulance.com
হাসপাতাল ও ক্লিনিকের তালিকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
বকশী বাজার, ১০০ রমনা, ঢাকা-১০০০
ফোনঃ ৮৬২৬৮১২-১৯, ৮৬২৬৮২৩, ৯৬৬৯৩৪০, ৯৫০৫০২৫-২৯,৯৫০০১২১-৫।
ফ্যাক্স: ৮৬১৫৯১৯।
ই-মেইল: info@dmc.edu.bd,
dmc_principal@yahoo.com
ওয়েব: www.dmc.edu.bd
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
নয়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থিত।
নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার
ঢাকা-১১০০।
ফোন- ৭৩৯০৮৬০।
শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকার শেরে-ই-বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত
যোগাযোগ নম্বর- ৯১৩০৮০০-১৯
বারডেম জেনারেল হাসপাতাল
শাহবাগের চৌরাস্তার পূর্ব উত্তর কোনে এবং জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ভবনের বরাবর দক্ষিনে অবস্থিত।
টেলিফোন- ৮৬১৬৬৪১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এর অবস্থান।
যোগাযোগ: 9661051-56, 9661058-60
ই-মেইল: info@bsmmu.org
ওয়েবসাইট: www.bsmmu.org
ঢাকা শিশু হাসপাতাল
শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত। যোগাযোগ:
৮১১৬০৬১-৬২
৮১১৪৫৭১-৭২
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৫০ গজ উত্তর দিকে মিরপুর রোডের পূর্ব পাশে অবস্থিত।
শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭
ফোন- ০২- ৯১২২৫৬০
ফ্যাক্স- ৮৮-০২- ৮১৪২৯৮৬
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল
শেরে বাংলা নগর, ঢাকা।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
মিরপুর রোডের শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্ব-উত্তর কোণে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর অবস্থান।
শেরেবাংলা নগর, ঢাকা- ১২১৭
ফোন- ০২- ৯১১৮৩৩৬, ৮১১৪৮০৭
ফ্যাক্স- ৮৮-০২- ৮১১৭২০২
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।
মহাখালী, ঢাকা- ১২১২
ফোন: ৯৮৮০০৭৮
জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল
জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ১০০ গজ উত্তরে হাতের ডান পাশে এবং জাতীয় মানসিক ইনষ্টিটিউট হাসপাতালের দক্ষিন পাশে।
শেরে বাংলা নগর, ঢাকা।
ফোন: ৯১৩৬৫৫৬০-৩।
জাতীয় পঙ্গু হাসপাতাল
শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্বে জাতীয় শিশু হাসপাতালের সাথেই অবস্থিত।
শেরে বাংলানগর, ঢাকা- ১২০৭ ফোন: ৯১৪৪১৯০-৪, ৯১১২১৫০
মোবাইল: ০১৮৪১-২২২২২৪
ই-মেইল: nitortz@yahoo.com
কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
প্লট ৫/২, সড়ক ০১, সেকশন ০২
মিরপুর, ঢাকা-১২১৬।
ফোন: +৮৮-০২-৮০৫৫৮২৭, +৮৮-০২-৮০৫৩৭৮৬
ইমেইল: rashid@bol-online.com
আইসিডিডিআরবি (ICDDRB)
মহাখালি কাঁচা বাজার থেকে মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনালের দিকে ২০০ গজ সামনে হাতের বাম দিকে আইসিডিআরবি অবস্থিত। ফোন: ৮৮০৬৫২৩-৩২।
ফ্যাক্স: ৮৮-০২-৮৮১৯১৩৩, ৮৮২৩১১৬
জরুরী বিভাগের নম্বর – ৯৮৯৯০৬৭।
ওয়েব সাইট: www.icddrb.org
সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে সোজা দক্ষিনে প্রায় ৩০০ গজ রাস্তা পেরিয়ে হাতের বামে এসওএস হারমাইন কলেজের পার্শ্বে কলেজটি অবস্থিত।
মিরপুর ১৩, কাফরুল, ঢাকা। ফোন: ৮০১২০৪৮।
বেসরকারী হাসপাতাল/ক্লিনিক এর তালিকা
স্কয়ার হাসপাতাল
চিকিৎসকের ফি ১০০০ টাকা, রোগী তার পছন্দমত চিকিৎসককে দেখাতে পারেন।
ঠিকানা: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
+৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪
ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১
www.squarehospital.com
এ্যাপোলো হাসপাতাল
এখানে চিকিৎসককে দেখাতে চাইলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা। এরপর রোগী যে চিকিৎসককে দেখাতে চাইছেন তাঁর এপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন চিকিৎসকের ফি বিভিন্ন রকম এটা ১০০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।
ঠিকানা: প্লট ৮১, ব্লক ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১৯।
পিএবিএক্স: (02)-8401661
ফ্যাক্স: (02)-8401679, (02)-8401161, (02)-8401691
ই-মেইল: info@apollodhaka.com (সাধারণ তথ্যের জন্য)
ওয়েবসাইট:
www.apollodhaka.com
বারডেম জেনারেল হাসপাতাল
এই হাসপাতালে আন্তঃ ও বহিঃ বিভাগীয় রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে
অবস্থান: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান।
ফোন: ৮৬১৬৬৪১
কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
কিডনী ফাউন্ডেশনের হাসপাতালের আউটডোর ইউনিট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। বিশেষভাবে কনসাল্টেশন সার্ভিসটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮পর্যন্ত খোলা থাকে। ওপিডি বিভাগটি প্রতি শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এই ইউনিটে কিডনী রোগ, ডায়েবেটিস, হাইপারটেনশন, ইউরোলজীক্যাল এবং স্টোন সমস্যা, ডায়ালাইসিস এবং কিডনী ট্রান্সপ্লান্টেশন সার্ভিস প্রদান করা হয়। এছাড়া ডায়ালাইসিস এর রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
প্লট ৫/২, সড়ক ০১, সেকশন ০২
মিরপুর, ঢাকা ১২১৬।
ফোন: +৮৮-০২-৮০৫৫৮২৭, +৮৮-০২-৮০৫৩৭৮৬
ইমেইল: rashid@bol-online.com
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট
প্রধানত হৃদরোগীদের জন্য তৈরি এ হাসপাতালে আউটডোর বিভাগ ছাড়াও ২৪ ঘন্টার জরুরি বিভাগ এবং এম্বুলেন্স সার্ভিস রয়েছে।এখানে বহির্বিভাগে রোগী দেখাতে চাইলে সকালে এপয়েন্টমেন্ট নিতে হবে। চিকিৎসকের ফি ৭০০ টাকা, তবে প্রফেসর বা এরকম পার্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসকের ফি ৯০০ টাকা। রোগী চাইলে কোন নির্ধিষ্ট চিকিৎসককেও দেখাতে পারেন। সেক্ষেত্রে যে দিন দেখাতে চাইছেন তার আগের দিন সংশ্লিষ্ট চিকিৎসককে পরের দিন পাওয়া যাবে কিনা জেনে নিয়ে এপয়েন্টমেন্ট নিতে হবে।
১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ও ৫ম তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোন- ৮৮-০২-৯৬৭১১৪১-৪৩, ৮৮-০২-৯৬৭১১৪৫-৪৭
এপয়েন্টমেন্ট- এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৪০০৬৭০৬
কার্ডিয়াক ইমার্জেন্সি: এক্সটেনশন ১১১, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪
ফ্যাক্স- ৮৮-০২-৯৬৭৪০৩০
ই-মেইল- info@brahimcardiac.org.bd
ওয়েব- www.ibrahimcardiac.org.bd
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল
এই হাসপাতালে বহি:বিভাগে বিশেষজ্ঞডাক্তারগণ রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। প্রথমবার রোগীকে ডাক্তার দেখানোর জন্য ৩০০ টাকা মূল্যের একটি কার্ড সংগ্রহ করতে হয়। পরবর্তী ১ (এক) বছর এই কার্ডদেখিয়ে মাত্র ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যায়। এখানে মেডিসিন, সার্জারী, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগ, চক্ষু, নাক-কান-গলা, কার্ডিওলজি, নিউরো সার্জারী, নিউরো মেডিসিন, কিডনি, মানসিক রোগ, ডায়বেটিস, চর্ম রোগ, ইউরোলজি সহ মোট ১৭টি বিভাগের অধীনে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
অবস্থান: মগবাজার ওভারব্রীজ থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইস্কাটন গার্ডেন রোড-এ এটি অবস্থিত।
যোগাযোগ: ৮৩১১৭২১-৫
হারুন আই হসপিটাল
এ হাসপাতালে আলাদা আউটডোর নেই। কেবল বিভিন্ন চক্ষু চিকিৎসকের কনসাল্টেশন সার্ভিস রয়েছে। বিভিন্ন চিকিৎসককে দেখানোর নিয়ম বিভিন্ন। কোন চিকিৎসককে দেখাতে চাইলে শুক্রবার সশরীরে গিয়ে সিরিয়াল নিতে হয় (কেবল শুক্রবারে পুরো সপ্তাহের সিরিয়াল দেয়া হয়)। আবার অনেক চিকিৎসককে দেখাতে চাইলে ফোনে সিরিয়াল দিলেই চলে।
ধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত গণ স্বাস্থ্য হাসপাতাল থেকে ১০ গজ দক্ষিণে হারুন আই হসপিটাল অবস্থিত।
বাড়ি# ১২/এ, রোড# ৫, মিরপুর রোড ধানমন্ডি, ঢাকা- ১২০৫
মোবাইল নম্বর: ০১৫৫২-৩৯৭৫১৮, ০১৫৫২-৩৯৭৫১৭
অনুসন্ধান৯৬১৩৯৩০-৩৪, ৮৬১৯০৬৮
শমরিতা হাসপাতাল
রোগীর অবস্থা বুঝে কর্তব্যরত ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি পরামর্শ দেন। রোগী চাইলে খালি থাকা সাপেক্ষে তার পছন্দমতো কেবিন বা সিট ভাড়া নিতে পারেন। সবসময় সিট বা কেবিন পাওয়া যায়।
ছুটির দিনসহ অন্যান্য বন্ধের দিনেও খোলা থাকে।
৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫।
টেলিফোন: ৯১৩১৯০১ (মাস্টার লাইন)
ফ্যাক্স: ৮৮-০২-৯১২৯৯৭১
ইমেইল: samorita@bangla.net
ওয়েব: www.samoritahospital.net
লায়ন্স চক্ষু হাসপাতাল
বহি: হলে দেখাতে র্বিভাগে ডাক্তাররোগীকে টাকা ৩০ পরিশোধ করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হয়।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন
লায়ন্স ভবন, বেগম রোকেয়া সরণী
আগারগাঁও, ঢাকা-১২০৭।
আগারগাঁও আইডিবি ভবনের ১০০ গজ উত্তর পাশে এটি অবস্থিত।
ফোন: +৮৮-০২-৯১৩১৯৯০, ৮১১০৮৯৪, ৮১৫৭১৫২।
ফ্যাক্স: +৮৮-০২-৮১৫৭১৫২।
ইমেইল: blf@blfbd.org
ওয়েব: www.blfbd.org
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ
বহির্বিভাগ টিকেটের মূল্য ৫০ টাকা। প্রয়োজনে চিকিৎসক ভর্তির পরামর্শ দেন।ভর্তি ফি ৪০০ টাকা।
প্লট নং ৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
ফোন – ৮০৬১৩১৪-৬, ৮০৫৩৯৩৫-৬।
ফ্যাক্স -৮০২১৩৯৯
ই-মেইল- nhfadmin @ agni. com
ওয়েবসাইট- www.nht.org.bd
আয়শা মেমোরিয়াল হাসপাতাল
এখানকার বর্হিবিভাগে মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গাইনী, নিউরো মেডিসিন, লিভার, সার্জারী, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারী, ইউরোলজী, মানসিক, অর্থোপেডিক, নাক-কান-গলা, চর্ম ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।
মহাখালী রেল ক্রসিং থেকে ৩০০ গজ পশ্চিম দিকে এগোলে হাতের বামে এটি পাওয়া যায়। (ইউরেকা সিএনজি স্টেশনের পাশের গলি, রাওয়া ক্লাবের বিপরীতে।)
৭৪/জি, পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা।
ফোন: ৯১২২৬৮৯-৯০, ৮১৪২৩৭০-৭১
মোবাইল: ০১৯১৯-৩৭২৬৪৭, ০১৯১৫-৪৯০০০৬-৭
ম্যাক্স হেলথ কেয়ার
শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসটি খোলা থাকে।
গুলশান-১ চৌরাস্তার উত্তর পশ্চিম কোনায় অবস্থিত নাভানা টাওয়ারের ৮ তলায় ম্যাক্স হেলথ কেয়ার সেন্টার অবস্থিত।
স্যুইট # বি, লেভেল# ৭ (৮ম তলা), নাভানা টাওয়ার, ৪৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
যোগাযোগের ফোন নম্বর- ০২-৮৮২১৬০৪, ০১৯২৯-০০০০০০, ই-মেইল-maxhealthcare@mirageservicese.com,
ওয়েবসাইট-www.maxhealthcare.in
ইউনাইটেড হাসপাতাল
এই বিভাগে রোগী দেখাতে হলে প্রথমেই রেজিষ্ট্রেশন/নিবন্ধন করতে হবে। রেজিষ্ট্রেশন/নিবন্ধন ফি ৬০০ টাকা। হাসপাতালের ওযেবসাইটের মাধ্যমেও রেজিষ্ট্রেশন/নিবন্ধন করা যায়। এক্ষেত্রে হাসপাতালে এসে ফি পরিশোধ করতে হবে।
ইউনাইটেড হসপিটাল, প্লট – ১৫, সড়ক – ১৭, গুলশান, ঢাকা, বাংলাদেশ। ফোন:- ৮৮৩৬০০০, ৪৪৩৬৪৪৪, ০১৯১৪০০১৩১৩। ফ্যাক্স:- ৮৮-০২-৮৮৩৬৪৪৬
জরুরী:- ০১৯১৪-০০১২৩৪, ০১৯১৪-০০১২৩২।
ওয়েব সাইট:-www.uhlbd.com
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল
মাত্র ৫০ টাকা ফি দিয়ে সার্বক্ষণিক আউটডোর সার্ভিস, ১৫০ টাকা ফি দিয়ে আরপি ও আরএস এবং ২০০ টাকা ফি দিয়ে মেডিসিন, গাইনী, ইএনটি, শিশুরোগ, চর্ম ও যৌন রোগ, মনোরোগ, জেনারেল সার্জারী, নিউরো সার্জারীসহ সকল বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।
১/১/বি, কল্যাণপুর, ঢাকা-১২১৬।
ফোন ৯০১০৩৯৬, ৯০০৫৫৯৫, ৯০০৫৬১৭। ফ্যাক্স ৮৮০-২-৯০০৫৫৯৫।
ই-মেইলismcdhaka@yahoo.com
ওয়েবসাইট www.ismc.ac.bd
ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।এখানে মোট ৭টি বিভাগ রয়েছে। এগুলো হলো – 1. General ophthalmic service, 2.Refractive error, 3.Amblyopia, 4.Squint, 5.Cataract, 6.Injury, 7. শিশু চক্ষু রোগ। ফার্মগেট, শেরে বাংলা নগর, ঢাকা – ১২১৫
৩ (তিন) তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ অধিদপ্তরের বিপরীত দিকে অবস্থিত।
ফোন: ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫; ই-মেইল: eih1960@yahoo.com
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
এখানে জরুরী বিভাগে রোগী দেখানোর জন্য ফি ১০০ টাকা। বহির্বিভাগে ডাক্তার কনসালটেশন ফি বিশেষজ্ঞ ভেদে ৩০০, ৪০০ ও ৫০০ টাকা ফি। রোগী ভর্তি করানোর জন্য রিসিপশনে ম্যানেজার, সিআরও এর কাছে ৫০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হয়।
বাড়ি# ২১, রোড# ১৫, সেক্টর# ৩, উত্তরা, ঢাকা- ১২৩০।
লোকেশন
আজমপুর বাস স্টপেজ থেকে ২০০ গজ পশ্চিমে রবীন্দ্র সরণী রোডে।
উত্তরা মডার্ন হাসপাতাল
বর্হি: বিভাগে শুধুমাত্র গাইনী ও শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয়।
বর্হি: বিভাগ চিকিৎসা ফি ১০০ টাকা।
সময়সূচী: শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।
হাউজ # ২২, সেক্টর # ৭, রবীন্দ্র সরণী এভিনিউ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
ফোন: ৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭
মোবাইল: ০১১৯৬-১৫৫৬০০
ফ্যাক্স: ৮৮-০২-৯৫৬৩৩৯৯
এস পি হসপিটাল এন্ড আর্থাইটিস রিসার্স সেন্টার
শ্যামলী রিং রোডে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক হতে ৫০০ গজ পূর্ব দিকে প্রতিষ্ঠানটি অবস্থিত।
ঠিকানা
বাড়ী#৮, আদর্শ ছায়ানীড়, শ্যামলী রিং রোড, আদাবর, ঢাকা- ১২০৭
ফোন- ৮১৪২১৮৪, ৮১৪২১৮৩
মোবাইল- ০১৭১১-৬৮২৭৭১, ০১৭১২-২৮৩৪৮৪
কিউর মেডিকেল সেন্টার লিঃ
অবস্থান: গুলশান ১ ডিসিসি পাকা মার্কেটের বিপরীতে কিউর মেডিকেল সেন্টার লিঃ এর অবস্থান।
ঠিকানা: বাড়ি# ৫, সড়ক# ১৬, গুলশান ১, ঢাকা- ১২১২
ফোন- ৯৮৯৪৭৭৬, ৮৮৬০৮৫৪
মোবাইল- ০১৮১৯-২২১৯২৬
কেয়ার হাসপাতাল
২/১ এ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
আসাদগেট বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত।
ফোন: ৯১৩২৫৪৮, ০৯১৩৪৪০৭
মোবাইল: ০১৭৩৩৫৮৮৩৩৭
ফ্যাক্স: ০৮৮-০২-৮১১০৮৬৪
ই-মেইল: carehospital@rocketmail.com
ওয়েবসাইট: www.carehospitalbd.com
ক্যান্সার হোম
অবস্থান: মহাখালী ওয়ারলেসে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ গজ পূর্বে পানির ট্যাংকির বিপরীতে এর অবস্থান।
ঠিকানা: রাফা মেডিকেল সার্ভিসেস
৫৩, মহাখালী (নিচতলা) ফোন- ০২-৯৮৬১১১১
মোবাইল- ০১৭১৫-০৯০৮০৭, ০১৯৭৫-০৯০৮০৭
ই-মেইল- cancerhome@hotmail.com
ওয়েব- www.cancerhomebd.com
গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল
হাসপাতালের বর্হিবিভাগ শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকের কনসাল্টেশন সুবিধাও আছে। চিকিৎসক ভেদে ফি ৪০০ থেকে ৭০০ টাকা।
ল্যাব এইড হাসপাতালের পূর্ব পাশ থেকে ১৫০ গজ উত্তরে রাস্তার পূর্বে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অবস্থান।
ঠিকানা: ৩২, বীর উত্তম, কে.এম শফিউল্লাহ রোড, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫
ফোন- ০২- ৯৬১২৩৪৫ এক্স- ১৩২৬
ফ্যাক্স- ৮৮-০২- ৯৬৭১০৮০
মোবাইল- ০১৭১৬-৩২৯৯৬৪
ই-মেইল- kawsar8877@yahoo.com
নিবেদিতা শিশু হাসপাতাল
রোগী ভর্তি হতে হলে হাসপাতালে ঢুকে সামনের ১ নং কাউন্টারে যোগাযোগ করতে হবে। প্রথমে সিরিয়াল দিতে হবে তার জন্য ২০০ টাকা ভিজিট দিতে হবে। কেবল শিশুদের চিকিৎসা দেয়া হয়।
এটি জয়কালী মন্দির থেকে দক্ষিণ দিকে সিলভারডেল গার্লস স্কুলের উল্টো দিকে অবস্থিত।
ঠিকানা: ১১/১ হেয়ার ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ন্যাশনাল আই হাসপাতাল
১ম শিফট সকাল ৮.৩০ টা থেকে ২.০০ টাপর্যন্ত এবং ২য় শিফট বিকাল ৫.০০ টা থেকেরাত ৯.০০ টা পর্যন্ত। অবস্থান: উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডে অবস্থিত ঢাকা উইমেন কলেজের পাশে এই হাসপাতালটি অবস্থিত।
ন্যাশনাল আই হাসপাতাল
উত্তরা ৭ নম্বর সেক্টর, বাড়ি নং-ক, রোড নং-২৭।
ফোন: ৮৯৫৭২৪৭
মোবাইল: ০১৭৫২০৫৮১০৮
পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল
এই হাসপাতালে ডাক্তারগন সাধারনত ২টি শিফটে রোগী দেখে থাকেন। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ৮টা। প্রতি শিফটে ৪ জন করে ডাক্তার বসেন।
পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল, উত্তরা আধুনিক কলেজ সংলগ্ন।
বাড়ি: ৫৫, সড়ক: ০১, সেক্টর: ০৯
উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ৮৯১৪৬৭৬, ৮৯২৪২৪০
মোবাইল: ০১৬৭২-৯৩৬৯০১
পেশেন্ট কেয়ার হাসপাতাল
উত্তরা সোনারগাঁ জনপথ রোডে অবস্থিত বাংলাদেশ মেডিকেল থেকে ২০০ গজ পূর্ব দিকে এই হাসপাতালটি অবস্থিত।
ঠিকানা: পেশেন্ট কেয়ার হাসপাতাল
হাউজ# ৯০, সেক্টর # ৯, সোনারগাঁ জনপথ রোড, উত্তরা, ঢাকা।
ফোন: ৮৯২১২১
মোবাইল: ০১৯১৮-৭৪৯৪২০
মডিউল জেনারেল হাসপাতাল
ঠিকানা এবং অবস্থান
হাতিরপুল বাজার মোতালেব প্লাজা থেকে ২০০ গজ পূর্ব দিকে হাসপাতালটি অবস্থিত।
মডিউল জেনারেল হাসপাতাল
১/জি/৩, পরীবাগ (মসজিদের পাশে হাতিরপুল বাজারের পূর্ব দিকে)
ঢাকা ১০০০।
ফোন: ৮৬১০৫১২, ৮৬১১৭১৮
মোবাইল: ০১৭১৩-৪৯২৭৭৩-৬
মনোয়ারা হাসপাতাল (রাঃ) লিমিটেড
ঠিকানা ও অবস্থান: ৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭।
বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত।
যোগাযোগ: ফোন- ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২ ও ৮৩১৮৫২৯।
মোবাইল- ০১৭১৫-৮৩৯৪০০।
ই-মেইল- monowara@bo-online.net
মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট
বহি:বিভাগে ১৫ টাকা টিকেট কেটে ডাক্তার দেখাতে হয়। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বহি:বিভাগে ডাক্তার দেখানো যায়।
যাত্রাবাড়ি থানার অন্তর্গত মাতুয়াইল এলাকা মোড় থেকে দক্ষিণ দিকে ২০০ গজ সামনে শিশু-মাতৃস্বাস্থ্য ইনষ্টিটিউট অবস্থিত।
ঠিকানা: কদমতলী (শ্যামপুর), মাতুয়াইল, ঢাকা।
যোগাযোগের ফোন নম্বর ৭৫৪২৮২০-২৮।
অনুসন্ধান ডেস্কের নম্বর ৭৫৪২৮২০-২৮
লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ
১ টি শিফটে বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন চিকিৎসকগণ।
অবস্থান: পান্থপথ সিগনালের ৫০ গজ উত্তর দিকে লিভার ফাউন্ডেশন হাসপাতাল ভবনের ৩য় তলায় অবস্থিত লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ অবস্থিত।
ঠিকানা: লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ
১৫০, গ্রীনরোড, পান্থপথ, (৩য় তলা),
ঢাকা-১২১৫, বাংলাদেশ।
ফোন নম্বর: ৯১৪৬৫৩৭, ০১৭৩২৯৯৯৯২২
জরুরি ওষুধ
২৪ ঘণ্টা খোলা থাকে এরকম কিছু ফার্মেসি।
ল্যাজ সেন্টার 01857-052143 (ল্যাজ সেন্টার, 63 / সেন্ট, লেক সার্কাস, কলাবাগান, পশ্চিম পান্থপথ, ঢাকা)
রাসেল স্কয়ার শাখা 02-9117839, 02-9110864। 24 ঘন্টা, (জোবাইদা সুপার মার্কেট, মিরপুর রোড, ঢাকা)
কলাবাগান শাখা 02-9111843 (মিরপুর রোড, কলাবাগান)।
ধানমন্ডি শাখা 01741-486695 (সাত মসজিদ রোড, ধানমন্ডি)
মোহাম্মদপুর শাখা 01707-006577 (তাজমহল রোড, মোহাম্মদপুর)
শ্যামলী শাখা 01799-071871 (মিরপুর রোড, শ্যামলী)
60 ফুট শাখা 01308-967316 / 01312-666181 (58 পশ্চিম মনীপুর, 60 ফুট রোড, মিরপুর -2,)
দারুস সালাম শাখা 01730-594863 (গোল কোটার, দারুস সালাম)
রূপনগর শাখা 01721-112006 (আবাসিক মোড়, রূপনগর)
পল্লবী শাখা 01799-400603 (মিরপুর 12)
মিরপুর 10 শাখা 01790-745120 (10 ন গোল কোটার, মিরপুর 10)
ঢাকা সেনানিবাস শাখা 01315-911461 (ইব্রাহিমপুর, কাফরুল)
উত্তরা -১ শাখা 01828-546574 (জোসিম উদ্দিন অ্যাভিনিউ, উত্তরা)
উত্তরা -২ শাখা 01764-180194 (সোনারগাঁ জোনোপ্যাড, উত্তরা)
গুলশান শাখা 01309-265608 (গুলশান ১, মহাখালী রোড)
বাড্ডা শাখা 01317-361108 (উত্তর বাড্ডা, প্রগতি সোরোনি)
বনশ্রী শাখা 01842-093701 (ই-ব্লক, মেইন রোড, বনশ্রী)
রামপুরা শাখা 01711-370096 (ডিআইটি রোড, রামপুরা)
খিলগাঁও শাখা 01760-101214 (শোয়েদ বারিক রোড, খিলগাঁও)
কাকরাইল শাখা 01783-670727 (কাকরাইল মোড়, কাকরাইল)
যাত্রাবাড়ী শাখা 01872-733533 (শহীদ ফারুক রোড, যাত্রাবাড়ী)
ঢাকা কোর্ট শাখা 01999-955260 (জোনসন রোড, ঢাকা)
ঢাকা মেডিকেল কলেজ শাখা 01781-860609 (বকশী বাজার)
রমনা শাখা 01404-051790 (ক্যাপ্টেন মনসুর অলি সোরোনি, রমনা)
এলিফ্যান্ট রোড শাখা 01305-252288 (বাটা সিঙ্গলাল রোড, এলিফ্যান্ট রোড)
ওয়ারী শাখা 01781-860609 (25 র্যাঙ্কিন সেন্ট, ওয়ারী)
সাভার শাখা 01977-410450 (থানা রোড, সাভার)
গাজীপুর শাখা 01741-940471
মানিকগঞ্জ শাখা 01713-014393 (প্রেস ক্লাব, মানিকগঞ্জ)
ময়মনসিংহ- 01 শাখা 01783-670727 (কাকরাইল মোড়, কাকরাইল)
ময়মনসিংহ -02 শাখা 01994-218218 (চোরপাড়া, ময়মনসিংহ)
কুমিল্লা শাখা 01714-030099 (চিরসবুজ, মনোহরপুর, কুমিল্লা)
চট্টগ্রাম শাখা 01911-699933 (জিইসি মোড়, চ্যাটগ্রাম)
খুলনা শাখা 01707-070157 (রয়েল মোড়, খুলনা)
রংপুর শাখা 05-2162099 (রাধাবল্লট, জেল রোড, রংপুর)
গোপালগঞ্জ শাখা 01776-276449 (ব্যাংক প্যারা, গোপালগঞ্জ)
কিশোরগঞ্জ শাখা 01737-025762 (স্টেশন রোড, কিশোরগঞ্জ)
বিরানী বাজার 01754-137636 (আজির সুপার মার্কেট)
বগুড়া শাখা 01305-057056 (মফিজ পাগলার মোড়, শেরপুর, বগুড়া)
ইবনে সিনা হাসপাতাল ফার্মেসি : বাড়ি ৬৮, রোড ১এ/১, নতুন ধানমণ্ডি আ/এ, ঢাকা। ফোন : ৮১১৯৫১৩-১৫
মেডিসিন কর্নার : ১৫ গ্রিন স্কয়ার, গ্রিন রোড, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯৬৬৪৯৬৪
জনস্বাস্থ্য ফার্মেসি, ৪/ই, রোড-৬, ধানমণ্ডি। ফোন : ৯৬০০৩৯৭
কমফোর্ট ফার্মেসি, ১৬৭/বি, গ্রিন রোড, ধানমণ্ডি। ফোন : ৯১৩১৯০১
শমরিতা ফার্মেসি, ৮৯/১ পান্থপথ, ধানমণ্ডি। ফোন : ৯১৩১৯০১
জননী ফার্মেসি ; ২১ শাহবাগ। ফোন : ৭৩২১৮৯৭
শ্যামলী ফার্মা, ২২/১ ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন : ৯১৪৫৩৫২
জরুরি রক্ত সেবা
প্রয়োজনীয় রক্তের জন্য জীবন বাঁচানো যাবে না, এটা ভাবাই যায় না। তবে অনেক সময় প্রয়োজনীয় রক্তের জন্য মানুষের মৃত্যু হয়। তাই জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে দেয় এরকম কিছু প্রতিষ্ঠানের ফোন নম্বর সংগ্রহে রাখতে পারেন। এখানে কয়েকটি স্বেচ্ছা রক্তদান কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করা হলো-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট রক্ত, কেন্দ্র
৭/৫, আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন : ০২-৯১১৬৫৬৩, ০২-৮১২১৪৯৭
২। ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র
৩৯৫, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
ফোন : ০৩১-৬২০৬৮৫
৩। মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র
চৌহাট্টা, সিলেট।
ফোন : ০১৬১১-৩০০৯০০
৪। আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র
মুনশী মেহেরুল্লাহ রোড, যশোর
ফোন : ০৪২১-৭৩১০০, ০৪২১-৭৩৪৫০
৫। বেগম তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র
পাহাড়পুর, দিনাজপুর
ফোন : ০৫৩১-৬৪০২১
কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত
কোয়ান্টাম ল্যাব
৩১/ভি শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক
শান্তিনগর, ঢাকা-১২১৭ (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)
ফোন : ০২-৯৩৫১৯৬৯, ০২-৮৩২২৯৮৭, ০১৭১৪০১০৮৬৯
(কোয়ান্টাম ব্লাড সেন্টার সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে)
সন্ধানী কর্তৃক পরিচালিত
১। সন্ধানী কেন্দ্রীয় কার্যালয়, রুম নং ৩৫, টিন শেড আউটডোর বিল্ডিং,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, শাহবাগ, ঢাকা ১০০০
ফোন : ০২-৮৬২১৬৫৮
২। বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট
বাসা নং ৩৪, রোড ১৪/এ (নতুন)
ধানমন্ডী আবাসিক এলাকা, ঢাকা-১২০৯
ফোন : ০১৭১৬৮৫৮৭২৩
৩। ঢাকা মেডিকেল কলেজ ইউনিট
ফোন : ০২-৯৬৬৮৬০৯, ০২-৯৬৬৮৬৯০, ০২-৮৬১৬৭৪৪, ০২-৯৬৬৩৪২৯
৪। স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ইউনিট
মিডফোর্ড রোড, ঢাকা
ফোন : ০২-৭৩১৯১২৩, ০২-৯৬৬৮৬৯০
৫। চট্টগ্রাম মেডেকেল কলেজ ইউনিট
ফোন : ০৩১-৬১৬৬২৫
৬। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা
মোবাইল : ০১৬৭৩৭০৪০৬৪, ০১৬৭৪৩১৭২২২
৭। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিট, বগুড়া
ফোন : ৬৪৪-৫১০০২৯৫
৮। দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিট
ফোন : ০৫৩১৪৭৮৭
৯। ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট, ফরিদপুর
ফোন : ০৬৩১-৬৬২০০
১০। খুলনা মেডিকেল কলেজ ইউনিট, খুলনা
ফোন : ০৪১-৭৬১৫০৯
১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট, ময়মনসিংহ
ফোন : ০৯১-৫৪৮২৯
১২। রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট, রাজশাহী
ফোন : ০৭২১-৫২১৬৫১৮০, ০১৭২১-৭৭৩০৮০
১৩। রংপুর মেডিকেল কলেজ ইউনিট, রংপুর
ফোন : ৫২১৬৫১৮০
১৪। এম.এ.জি. ওসমানি মেডিকেল কলেজ ইউনিট, সিলেট
ফোন : ০৮২১-৭১০৮৮০
বাধঁন কর্তৃক পরিচালিত
বাধন
টি.এস.সি (নিচ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়
ফোন: ০২-৮৬২৯০৪২ (সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত)
বুয়েট শাখা
ফোন: ০১৯১২-০৮২৯১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা
ফোন: ০১৭১২-১৮০২৪৬
পুলিশ ব্লাড ব্যাংক
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
ফোন: ৯৩৬২৫৭৩, মোবাইল ফোন: ০১৭১৩-৩৯৮৩৮৬
লায়ন্স ব্লাড ব্যাংক, চট্টগ্রাম
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন(সিএলএফ)। জাকির হোসেন রোড, নাসিরাবাদ
লায়ন্স চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম। ফোন: ০১৫৫৪৩১৬০৯৫।
এগুলো ছাড়াও আপনার আশেপাশের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সন্ধানী বা বাধঁন কর্তৃক পরিচালিত রক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন, পাশাপাশি আপনার আশেপাশের স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন।
The Bangladesh Railway provides an efficient service to places of interest such as Chittagong, Sylhet, Mymensingh, Rajshahi, Bogra, Dinajpur, Rangpur, Kushtia starting from Dhaka. The Inter-city Express service runs between Dhaka and most major cities with cheap fares.
For further details please contact Bangladesh Railway, Dhaka. Phone : 88-02-9358634, 8315857, 9331822 Web: www.railway.gov.bd
Intercity Trains ( Meter Gauge & Dual Gauge) | |||||||
SL.
NO |
Train No |
Name of Trains | Off-day | Starting station & Departure time | Arrival station & Arrival time | ||
Station | Time | Station | Time | ||||
1 | 701 | Subarna Express | Monday | Chittagong | 7:00 | Dhaka | 12:10 |
2 | 702 | Subarna Express | Monday | Dhaka | 15:00 | Chittagong | 20:10 |
3 | 703 | Mohanagar Goduli | No | Chittagong | 15:00 | Dhaka | 21:10 |
4 | 704 | Mohanagar Provati | No | Dhaka | 7:45 | Chittagong | 13:50 |
5 | 705 | Ekota Express | Tuesday | Dhaka | 10:00 | Dinajpur | 18:50 |
6 | 706 | Ekota Express | Monday | Dinajpur | 23:00 | Dhaka | 8:10 |
7 | 707 | Tista Express | Monday | Dhaka | 7:30 | Dewangonj | 12:40 |
8 | 708 | Tista Express | Monday | Dewangonj | 15:00 | Dhaka | 20:10 |
9 | 709 | Parabat Express | Tuesday | Dhaka | 6:35 | Sylhet | 13:20 |
10 | 710 | Parabat Express | Tuesday | Sylhet | 15:00 | Dhaka | 21:55 |
11 | 711 | Upukol Express | Wednesday | Noakhali | 6:00 | Dhaka | 11:50 |
12 | 712 | Upukol Express | Tuesday | Dhaka | 15:20 | Noakhali | 21:20 |
13 | 713 | Karutoa Express | No | Santahar | 9:00 | Bori mari | 15:00 |
14 | 714 | Karutoa Express | No | Bori mari | 15:40 | Santahar | 22:00 |
15 | 717 | Joyantika Express | No | Dhaka | 12:00 | Sylhet | 19:40 |
16 | 718 | Joyantika Express | Thursday | Sylhet | 8:40 | Dhaka | 16:00 |
17 | 719 | Paharika Express | Monday | Chittagong | 9:00 | Sylhet | 17:50 |
18 | 720 | Paharika Express | Saturday | Sylhet | 10:15 | Chittagong | 19:45 |
19 | 721 | Mohanagar Express | Sunday | Chittagong | 12:30 | Dhaka | 19:00 |
20 | 722 | Mohanagar Express | Sunday | Dhaka | 21:00 | Chittagong | 4:30 |
21 | 723 | Uddayan Express | Saturday | Chittagong | 21:45 | Sylhet | 6:20 |
22 | 724 | Uddayan Express | Sunday | Sylhet | 21:20 | Chittagong | 5:50 |
23 | 729 | Meghna Express | No | Chittagong | 17:15 | Chandpur | 21:40 |
24 | 730 | Meghna Express | No | Chandpur | 5:00 | Chittagong | 9:25 |
25 | 735 | Agnibina Express | No | Dhaka | 9:45 | Tarakandi | 15:00 |
26 | 736 | Agnibina Express | No | Tarakandi | 16:30 | Dhaka | 22:35 |
27 | 737 | Egarosindhur Provati | Wednesday | Dhaka | 7:15 | Kisoregonj | 11:05 |
28 | 738 | Egarosindhur Provati | No | Kisoregonj | 6:50 | Dhaka | 10:40 |
29 | 739 | Upaban Express | Wednesday | Dhaka | 21:50 | Sylhet | 5:20 |
30 | 740 | Upaban Express | No | Sylhet | 22:00 | Dhaka | 5:10 |
31 | 741 | Turna Express | No | Chittagong | 23:00 | Dhaka | 5:25 |
32 | 742 | Turna Express | No | Dhaka | 23:30 | Chittagong | 6:20 |
33 | 743 | Bharamaputra | No | Dhaka | 18:00 | Dewangonj | 23:50 |
34 | 744 | Bharamaputra | No | Dewangonj | 6:30 | Dhaka | 12:30 |
35 | 745 | Jamuna Express | No | Dhaka | 16:40 | Tarakandi | 22:30 |
36 | 746 | Jamuna Express | No | Tarakandi | 2:10 | Dhaka | 7:40 |
37 | 749 | Egarosindhur Goduli | No | Dhaka | 18:30 | Kisoregonj | 22:35 |
38 | 750 | Egarosindhur Goduli | Wednesday | Kisoregonj | 12:30 | Dhaka | 16:35 |
39 | 751 | Lalmoni Express | Friday | Dhaka | 22:10 | Lalmonirhat | 8:20 |
40 | 752 | Lalmoni Express | Friday | Lalmonirhat | 10:40 | Dhaka | 20:55 |
41 | 757 | Drutojan Express | Wednesday | Dhaka | 20:00 | Dinajpur | 4:40 |
42 | 758 | Drutojan Express | Wednesday | Dinajpur | 9:15 | Dhaka | 18:10 |
43 | 767 | Dolonchapa Express | No | Santahar | 13:30 | Dinajpur | 20:20 |
44 | 768 | Dolonchapa Express | No | Dinajpur | 6:10 | Santahar | 12:20 |
45 | 771 | Rangpur Express | Sunday | Dhaka | 9:00 | Rangpur | 19:00 |
46 | 772 | Rangpur Express | Sunday | Rangpur | 20:00 | Dhaka | 6:05 |
47 | 773 | Kalani Express | Friday | Dhaka | 16:00 | Sylhet | 22:45 |
48 | 774 | Kalani Express | Friday | Sylhet | 7:00 | Dhaka | 13:55 |
49 | 777 | Haor Express | Wednesday | Dhaka | 23:50 | Mohangonj | 5:40 |
50 | 778 | Haor Express | Thursday | Mohangonj | 8:30 | Dhaka | 14:15 |
51 | 781 | Kishorgonj Express | Friday | Dhaka | 10:35 | Kishorgonj | 14:20 |
52 | 782 | Kishorgonj Express | Friday | Kishorgonj | 14:40 | Dhaka | 18:50 |
53 | 785 | Bijoy Express | Wednesday | Chittagong | 7:20 | Mymensingh | 15:45 |
54 | 786 | Bijoy Express | Tuesday | Mymensingh | 20:00 | Chittagong | 4:50 |
55 | 787 | Sonar Bangla Express | Tuesday | Chittagong | 17:00 | Dhaka | 22:10 |
56 | 788 | Sonar Bangla Express | Wednesday | Dhaka | 7:00 | Chittagong | 12:20 |
57 | 789 | Mohangonj Express | Monday | Dhaka | 14:20 | Mohangonj | 20:10 |
58 | 790 | Mohangonj Express | Monday | Mohangonj | 23:30 | Dhaka | 6:20 |
59 | 715 | Kapotaskh express | Saturday | Khulna | 6:30 | Rajshahi | 12:20 |
60 | 716 | Kapotaskh express | Saturday | Rajshahi | 14:15 | Khulna | 20:00 |
61 | 725 | Sundarban express | Tuesday | Khulna | 20:30 | Dhaka | 5:40 |
62 | 726 | Sundarban express | Wednesday | Dhaka | 6:20 | Khulna | 15:40 |
63 | 727 | Rupsha express | Thursday | Khulna | 7:15 | Chilahati | 17:00 |
64 | 728 | Rupsha express | Thursday | Chilahati | 8:00 | Khulna | 17:40 |
65 | 731 | Barendra express | Sunday | Rajshahi | 15:00 | Chilahati | 21:50 |
66 | 732 | Barendra express | Sunday | Chilahati | 5:50 | Rajshahi | 12:05 |
67 | 733 | Titumir express | Wednesday | Rajshahi | 6:20 | Chilahati | 13:00 |
68 | 734 | Titumir express | Wednesday | Chilahati | 14:00 | Rajshahi | 21:10 |
69 | 747 | Simanta express | No | Khulna | 21:15 | Chilahati | 6:20 |
70 | 748 | Simanta express | No | Chilahati | 18:45 | Khulna | 4:15 |
71 | 753 | Silkcity express | Sunday | Dhaka | 14:40 | Rajshahi | 20:45 |
72 | 754 | Silkcity express | Sunday | Rajshahi | 7:30 | Dhaka | 13:30 |
73 | 755 | Madhumati express | Thursday | Goalonda Ghat | 15:00 | Rajshahi | 20:25 |
74 | 756 | Madhumati express | Thursday | Rajshahi | 7:00 | Goalonda Ghat | 12:20 |
75 | 759 | Padma Express | Tuesday | Dhaka | 23:10 | Rajshahi | 4:40 |
76 | 760 | Padma Express | Tuesday | Raj shahi | 16:00 | Dhaka | 21:40 |
77 | 761 | Sagardari Express | Monday | Khulna | 15:00 | Rajshahi | 21:40 |
78 | 762 | Sagardari Express | Monday | Rajshahi | 6:40 | Khulna | 12:45 |
79 | 763 | Chittra Express | Monday | Khulna | 8:40 | Dhaka | 18:40 |
80 | 764 | Chittra Express | Monday | Dhaka | 19:00 | Khulna | 3:50 |
81 | 765 | Nilsagar | Monday | Dhaka | 8:00 | Chilahati | 17:45 |
82 | 766 | Nilsagar | Sunday | Chilahati | 21:20 | Dhaka | 7:10 |
83 | 769 | Dhumketue Express | Saturday | Dhaka | 6:00 | Rajshahi | 11:40 |
84 | 770 | Dhumketue Express | Friday | Raj shahi | 23:20 | Dhaka | 4:50 |
85 | 775 | Sirajgonj Express | Saturday | Siraj gonj | 6:00 | Dhaka | 10:15 |
86 | 776 | Sirajgonj Express | Saturday | Dhaka | 17:00 | Sirajgonj | 21:25 |
87 | 779 | Kalukhali – Vatiapara Express | Thursday | Vatiapara Ghat | 14:00 | Goalondho | 17:50 |
88 | 783 | Faridpur Express | Thursday | Rajbari | 8:10 | Faridpur | 9:00 |
89 | 784 | Faridpur Express | Thursday | Faridpur | 9:20 | Rajbari | 10:10 |
90 | 780 | Kalukhali – Vatiapara Express | Thursday | Rajbari | 10:40 | Vatiapara G h a t | 13:10 |
91 | 791 | Banalata Express | Friday | Dhaka | 13:15 | Rajshahi | 18:00 |
92 | 792 | Banalata Express | Friday | Rajshahi | 7:00 | Dhaka | 11:40 |
93 | 3107/ 3110 |
Moitree Express | Mon. Tues. & Thursday |
Dhaka Cantt | 08:15 (BST) | Kolkata | 16:00 (IST) |
94 | 3108/ 3109 |
Moitree Express | Wed. Thus. & Friday |
Kolkata | 07:10 (IST) | Dhaka Cantt. | 16:05 (BST) |
95 | 3129 | Bandhan Express | Thursday | Kolkata | 07:10
(IST) |
Khulna | 12:30 (BST) |
96 | 3130 | Bandhan Express | Thursday | Khulna | 13:30 (BST) |
Kolkata | 18:10 (IST) |
Pharmaceutical or Drug industry is one of the most dynamic and powerful sector in Bangladesh. Nowadays, pharmaceuticals business is doing very well. A number of Bangladeshi pharmaceuticals exports medicines to Europe, America and Africa. There are many pharmaceuticals company in Bangladesh. In this page, we publish online pharmacy, Bangladeshi pharmaceuticals companies list, but BD Ambulance does not warrant that the pharmaceuticals list is accurate or complete. BD Ambulance are committed to improve and increase the list of best Pharmaceuticals Companies in Bangladesh. So, if any company update and/or add their information in the following online pharmaceuticals directory, Please inform us by email…info@bdambulance.com
Organization : | ACI Limited | Organization : | Advent Pharma Limited |
Address : | ACI Centre, 245 Tejgaon I/A, Dhaka-1208 , Bangladesh | Address : | 1/10, ( 1st Floor ) Block A, Lalmatia, Dhaka – 1207, Bangladesh |
Phone : | +880 2 9885694, 8156410 | Phone : | +880-2-9138109, 9118367 |
Fax : | +880 2 9884784, 9886029 | Fax : | |
Email: | info@aci-bd.com | Email: | adventpharma@gmail.com |
Web: | http://www.aci-bd.com | Web: | http://www.adventpharma.org |
Organization : | Adco Pharmaceutical & Chemicals Ltd. | Organization : | Aexim Pharmaceuticals Ltd |
Address : | 6/1-B, Orphanage Road, Bakshibazar, Dhaka – 1211, Bangladesh. | Address : | House # 197, 1st Lane, Eastern Road |
Phone : | +880-2-8627017, 8621510 | Phone : | +880 2 8819274, 8819276 |
Fax : | Fax : | +880 2 9889734 | |
Email: | niaz@hotmail.com | Email: | smhal@dhaka.net |
Web: | Web: |
গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
১) বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠে।
২) খাওয়ার সময় সালাম দেয়া-নেয়া যাবে না।
৩) কাউকে দেখে বলা- আপনার কথা হচ্ছিল আপনার হায়াত আছে।
৪) কোন বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা।
৫) বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস ,কালো বিড়াল, ঝাড়ু দেখলে যাত্রা অশুভ।
৬) খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয়, তবে খানা কুকুরের পেটে চলে যায়।
৭) ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ ।
৮) খানার সময় হেচকি উঠলে কেউ স্মরণ করছে মনে করা।
৯) বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয়। ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে।
১০) ভাই-বোন মিলে মুরগী জবেহ করা যাবে না।
১১) ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না।
১২) বাসর ঘরে স্ত্রীর নিকট দেন মোহর মাপ চেয়ে নিলেই চলে, দিতে হয় না।
১৩) খালি মুখে মেহমান ফেরত গেলে অমংগল হয়। কাউকে শুধু পানি দেয়া উচিত না।
১৪) কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল/লবন দিতে হয়।
১৫) পরীক্ষা পূর্বে ডিম খাওয়া যাবে না। খেলে পরীক্ষায় ডিম (শুন্য) পায়।
১৬) মুরগীর মাথা খেলে মা-বাবার মৃত্যু দেখবে না।
১৭) জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে।
১৮) রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে।
১৯) রাতে বাঁশ কাটা যাবে না। রাতে গাছ থেকে ফল পাড়া উচিত না ।
২০) রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না।
২১) ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে।
২২) ঘরের চৌকাঠে বসা যাবে না।
২৩) মহিলাদের বিশেষ দিন গুলোতে সবুজ কাপড় পড়তে হয়,তার হাতের কিছু খাওয়া যাবে না।
২৪) বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয়।
২৫) ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না।
২৬) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।
২৭) নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হবে।
২৮) নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাইতে নাই।
২৯) চোখে গোটা হলে ছোট বাচ্চাদের নুনু ছোয়ালে সুস্থ হয়ে যায়।
৩০) আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোন দিন বিবাহ হবে না।
৩১) ঔষধ খাওয়ার সময় ‘বিসমিল্লাহ বললে’ রোগ বেড়ে যাবে।
৩২) রাতের বেলা কাউকে সুই-সূতা দিতে নাই।
৩৩) গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই।
৩৪) খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়। না হলে ঘরে বিপদ আসে।
৩৫) গোছলের পর শরীরে তেল মাখার পূর্বে কোন কিছু খেতে নেই।
৩৬) মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-কাটি বা জবেহ করা যাবে না।
৩৭) পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে।
৩৮) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।
৩৯) বাচ্চাদের শরিরে লোহা বা তাবিজ থাকতে হবে।
৪০) রুমাল দিলে ঝগড়া হয়।ছাতা, হাত ঘড়ি ইত্যাদি ধার দেয়া যাবে না।
৪১) হোঁচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে।
৪২) হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে।
৪৩) নতুন স্ত্রী কোন ভাল কাজ করলে শুভ লক্ষণ।
৪৪) নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে।
৪৫) কাচা মরিচ হাতে দিতে নাই।
৪৬) তিন রাস্তার মোড়ে বসতে নাই।
৪৭) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই।
৪৮) রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে।
৪৯) শকুন ডাকলে, বিড়াল কাদলে মানুষ মারা যাবে। পেঁচা ডাকলে বিপদ আসবে।
৫০) কাউকে ধর্মের ভাই-বোন, বাবা-মা ডাকলেই আপন হয়ে যায়, পর্দা লাগে না।
৫১) তিনজন একই সাথে চলা যাবে না।
৫২) নতুন স্ত্রীকে দুলা ভাই কোলে করে ঘরে আনতে হবে।
৫৩) একবার মাথায় টাক খেলে দ্বিতীয় বার টাক দিতে হবে, নতুবা সিং উঠবে।
৫৪) খানা একবার নেওয়া যাবে না, দুই-তিন বার নিতে হবে।
৫৫) নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে।
৫৬) নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে।
৫৭) পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান হয়, পেট বড় হয়।
৫৮) পোড়া খানা খেলে সাতার শিখবে।
৫৯) পিপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে।
৬০) দাঁত উঠতে বিলম্ব হলে সাত ঘরের চাউল উঠিয়ে রান্না করে কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে।
৬১) সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়– দেয়ার পূর্বে কাউকে কোন কিছু দেয়া যাবে না।
৬২) রাতের বেলা কোন কিছু লেন-দেন করা যাবে না।
৬৩) সকাল বেলা দোকান খুলে বনি না করে কাউকে বাকী দেয়া যাবে না।
৬৪) দাঁড়ী-পাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয়, দোকানের টাকার বাক্স সকালে চুমা করতে হয়। গাড়ি/রিক্সা সালাম করে চালান শুরু করতে হয়।
৬৫) শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক থাকে।
৬৬) রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয়।
৬৭) বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে।
৬৮) ফসলের জমিতে মাটির পাতিল সাদা-কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে।
৬৯) বিনা ওযুতে বড় পীর আবদুল কাদের জিলানীর নাম নিলে আড়াইটা পশম পড়ে যায়।
৭০) নখ চুল কেটে মাটিতে দাফন করতে হয়।
৭২) মহিলারা হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হয়।
৭৩) স্ত্রী নাকে নাক ফুল না রাখলে স্বামী বাচে না।
৭৪) দা, কাচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত-পা কেটে যাবে। ছোট বাচ্চা ডিঙ্গিয়ে গেলে লম্বা হয় না।
৭৫) গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয়।
৭৬) লেন দেনের জোড় সংখ্যা রাখা যাবে না। এক লক্ষ হলে একলক্ষ-এক টাকা ধার্য করা।
৭৭) দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই।
৭৮) পুরুষ ছেলের রাগ দমন করার জন্য কান ছিদ্র করা।
৭৯) পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না।
৮১) আকিকার গোস্ত বাবা-মা খেতে পারবে না
৮২) সমাজের বেশি ভাগ মানুষ যা করে তাই সঠিক মনে করা।
৮৪) নতুন ঘর, ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয়।
লাগে না।
৮৯) মৃত ব্যাক্তির কবরে জিয়ারতের সময় মোমবাতি, আগরবাতি, ফুল দিতে হয়।
৯০) নামাজ পড়তে টুপি লাগে, বিয়ে করতে টুপি পরতে হয়।
৯২) ঈদের রাতে, শবেবরাতের রাতে মৃত আপন জনের আত্বা ঘরে আসে।
৯৩) স্বামীর নাম , শশুরের নাম উচ্চারন করা যাবে না।
৯৫) তিন শুক্রবার জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যায়, মুসলমান থাকে না।
৯৬) হরলিকস খেলে বাচ্চারা ‘লম্বা-শক্তিশালী-বুদ্ধিমান’ হয়।
৯৭) মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে।
৯৮) জন্মের পর বার বার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায়।
৯৯) বুড়া হলে হজ্ব করা উচিত, যুবক বয়সে হজ্ব “রাখা(!)” যায় না
১০১) একটি ভাতের দানা বানাতে সত্তরজন ফিরিশতা লাগে
১০২) চন্দ্র ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়
১০৩) ১৩ সংখ্যা অশুভ আর ৭ শুভ ।
১০৪) প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয়
১০৫) শবে বরাতের রাতের গোসল করলে গুনাহ মাফ হয়
১০৬) শবে বরাতে হালুয়া-রুটি বানালে আরশের নিচে ছায়া হবে
১০৭) রোযাদারের খাবারের হিসাব হবে না
১০৮) তালিবুল ইলমের জন্য সত্তর হাজার ফিরিশতা ডানা বিছিয়ে দেন
১০৯) দোকান ঝাড়ু দেয়ার আগে ভিক্ষা দেয়া বা বেচা-কেনা করা যাবে না
১১০) কলা হাত দিয়ে ভেঙে ভেঙে খাওয়া সুন্নত
১১১) প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয়
১১২) মসজিদে লাল বাতি জ্বলা অবস্থায় নামায পড়া নিষেধ
১১৩) মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম
১১৪) বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান
১১৫) স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত।
১১৬) যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর নাকি চল্লিশ দিন নাপাক থাকে
১১৭) আগের উম্মত নবীর মাধ্যম ছাড়া দুআ করতে পারত না
১২১) ফিরিশতারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকেন
১২৩) কোন বস্তু/ ব্যক্তি কে লক্ষ্মী বা শুভ মনে করা
১২৪) ডানে শুভলক্ষণ বামে কুলক্ষণ নির্ধারনে পাখিকে ঢিল মারা
১২৫) মাগরীবের আযান দিলে দোকান পাট বা গাড়িতে ‘সন্ধ্যার বাতি’ জালানো
১২৬) রোজা- নামাজের নিয়ত (আরবীতে বা মাতৃভাষায়)মুখেউচ্চারন করা
১২৮) শয়তান ঈদের দিন রোজা রাখে
১২৯) দোকানে বরকতের জন্য সকালে গোলাপজল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয়
১৩০) গোঁফ স্পর্শ করা পানি পান করা হারাম
১৩২) মৃতের রূহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে
১৩৩) আল্লাহ কোনো বান্দার দিকে ১০ বার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে। আর ৪০ বার তাকালে হজ্ব করতে পারে। আর ৭০ বার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে।’
১৩৪) দোয়ার শেষে হাতে চুমু খেতে হয়
১৩৫) বদ নযর থেকে হেফাযতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয়।
১৩৬) মেয়ে সন্তান হলে আযান দিতে হয় না।
১৩৭) যাকাত শুধু রমযান মাসে আদায় করতে হয়
১৩৮) গায়রে মাহরামের সাথে কথা বললে অযু নষ্ট হয়ে যায়
১৩৯) ছেলের পিতা ও বন্ধুরা পাত্রী দেখবে ও যাচাই করবে
১৪০) টাখনুর উপর কাপড় শুধু নামাযের সময় উঠাতে হয়
১৪১) বাচ্চাদের বদনজর থেকে রক্ষার জন্য -,‘ষাট ষাট বালাই ষাট’ বলতে হয়।
১৪২) কিয়ামতের আলামত : বেগুন গাছ তলায় হাট বসবে।
১৪৩) নাম বদলালে আকীকা দিতে হয়।
১৪৪) কিয়ামতের দিন নবীজী তিন স্থানে বেহুশ হবেন(নাউযুবিল্লাহ)।
১৪৫) ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত্যু সংবাদ শুনে বলতে হয়।
১৪৬) হাঁটু খুলে গেলে অযু ভেঙ্গে যায়।
১৪৭) জুমার রাত কদরের রাত থেকেও উত্তম।
১৪৮) সুরমা তুর পর্বত এর তাজাল্লী থেকে সৃষ্টি।
১৪৯) কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা নিষেধ।
১৫০) মেরাজে নবীজীর সাতাশ বছর সময় লেগেছিল।
১৫১) তওবার জন্য অযু জরুরি।
১৫২) শ্বশুর বাড়ি প্রবেশের আগে নববধুর পা ধোয়াতে হয়।
১৫৩) খাওয়ার পর প্লেট ধোয়া পানি পান করা সুন্নত।
১৫৪) আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নেকী, মহিলা দুই লক্ষ নেকী।
১৫৫) হযরত ওমরের ইসলাম গ্রহণের দিন কাবায় আযান শুরু হয়।
১৫৬) দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমো দেয়া, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে লাগানো।
১৫৭) মাদরাসা রাসূলের ঘর।
১৫৮) ধর্ম যার যার, উৎসব সবার।
১৫৯) কারো অকাল (অসময়ে) মৃত্যু হয়েছে মনে করা ।
১৬০) প্রবল ঝড়-বৃষ্টি বন্ধের জন্য আযান দেয়া।
১৬১) বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করতে হয়
১৬২) জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও- হাদিস মনে করা
১৬৩) মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামায জরুরি মনে করা
১৬৪) বিয়েতে ‘কালেমা’ পড়তে হয়, মৃতের লাশ নেয়ার সময় কালেমা পড়তে হয়।
১৬৫) বিশেষ দিনে/ শ্রদ্ধা জানাতে ছবি, মুর্তি বা কবরে ফুল দিতে হয়।
১৬৬) আল্লাহ্ তাঅালার আঠারো হাজার মাখলুকাত
১৬৭) কাফের মারা গেলে ‘ফী নারি জাহান্নামা’ বলতে হয়
১৬৮) বিধবার অন্যত্র বিবাহ হলে সে পূর্বের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়
১৬৯) আসরের সালাতের পর কিছু খাওয়া উচিত না
১৭০) ভাত পড়লে, তুলে না খেলে তা কবরে সাপ-বিচ্ছু হয়ে কামড়াবে
১৭১) কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুথু দিতে হয়।
১৭২) বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয়।
১৭৩) শালি–দুলাভাই আপন ভাই বোনের মত, পর্দা লাগে না।
১৭৪) ভালো মানুষের নামাজ লাগে না।
১৭৫) পীর-দরবেশদের হিসাব আলাদা, তাদের সাধারন মানুষদের মত নামাজ- রোজা লাগেনা।
১৭৬) স্ত্রী স্বামীকে তালাক নিলে দেন মোহর দিতে হয় না।
১৭৭) গোসল করে ফল খেতে হয় না।
১৭৮) গর্ভবতী মহিলা সর্বদা লোহা, ম্যাচের কাঠি, রশুন সাথে রাখবে, নতুবা অমংগল হয়।
১৭৯) জবাইকৃত মুরগির পেটের ডিম, বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহীত মেয়েরা খাবে না
১৮০) মৃতের বাড়িতে তিন দিন চুলা জ্বালাতে হয় না
১৮১) আযান শুনলে মেয়েরা মাথায় কাপড় দিবে, অন্য সময় না দিলেও চলে।
১৮২) বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দুর
১৮৩) দুধ ও আনারস এক সাথে খেলে বিষ হয়ে যায়
১৮৪) রত্ন-পাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয়, নীলা সবার সহ্য হয় না, ভাগ্যে শনির প্রভাব পড়ে, হাতে ভাগ্য লিখা থাকে, পাথর ব্যবহার করা সুন্নত।
১৮৫) খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত।
১৮৬) দোয়া করতে হুজুর ডাকতে হয়, নিজে না করাই ভাল।
১৮৭) পীর-ফকির তাদের মুরিদদের হিসাব ছাড়া বেহেস্তে নিয়ে যাবে।
১৮৮) বিড়াল মারলে লবন ও গামছা সদকা দিতে হয়।
১৮৯) মাজারে সিন্নি দিতে হয়, মুরগি-খাসি দান করতে হয়।
১৯০) রাস্তার পাশে কবর-মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে চুমা করতে হয়।
১৯১) পীর বাবা সন্তান দিতে পারে
১৯২) গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরে না।
১৯৩) রান্না করার জন্য হলুদ ধার দেয়া যাবে না।
১৯৪) জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয়।
১৯৫) মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয়।
১৯৬) অষ্ট ধাতুর আংটি, বালা ব্যবহার করলে বাত/বাতজ্বর/রক্ত চাপ ইত্যাদি অসুখ ভাল হয়।
১৯৭) পিতা-মাতা, সন্তান, নেতা-নেত্রী, পীরের ছবি ঘরে রাখলে বরকত হয়।
১৯৮) ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যায় না।
১৯৯) মেয়ে সন্তানদের সম্পদের হিস্যা দেয়া জরুরী না, বিনা হিসাবে কিছু একটা দিলেই চলে।
২০০) আল্লাহ তাঅালা নবী কে সৃষ্টি না করলে কোন মানুষ সৃষ্টি করতেন না।।
২০১) হরিন ও নবীর কাহিনী, বরই কাটা বিছানো বুড়ি ও নবীর কাহিনী সত্য মনে করা।
২০২) নবী নূরের তৈরি, মাটির নয়।
২০৩) মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়।
২০৪) মানুষ মরে ভুত হয়।
২০৫) কুকুর কামড়ে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয়।
২০৬) পেশাব করে কুলুপ/টিস্যু ব্যবহা করতে হবে, শুধু পানি ব্যবহার চলবে না।
২০৭) পেশাপের পর কুলুপ ধরে চল্লিশ কদম না চললে নাপাকি যায় না।
২০৮) যাকাত হিসাব করা জরুরি না, বিনা হিসাবে দিলেও চলে।
২০৯) আপন বাপ জীবিত থাকলেও বিয়েতে অন্য মুরব্বিকে উকিল বাপ বানানো।
২১০) বিয়েতে গায়ে হলুদের আয়োজন করা।
২১১) সালাতে ইমামের ভুল হলে “সুবাহানাল্লাহ”না বলে “আল্লাহু আকবার” বলা।
২১২) ছোটরাই শুধু বড়দের সালাম দিবে, বড়রা দিবে না।
২১৩) পশ্চিম দিকে পা দিয়ে বসলে বা শুলে গুনা/বেয়াদবী হয় বা কবিরা গুনা হয়।
২১৪) মাজহাব মানা ফরজ।
২১৫) কদম বুসি বা পায়ে ধরে চুমা বা সালাম ইসলামী বিধান মনে করা।
২১৬) যৌতুক হালাল মনে করা।
২১৭) আবদুল কাদের জিলানী মায়ের পেটে ১৮ পাড়া কোরান মূখস্ত করেছেন।
২১৮) আইযুব নবীকে ১৮ বছর শরীরে পোকা কামড়িয়েছে।
২১৯) ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করেছেন ও বিয়ে করেছেন।
২২০) নুহ নবীর নৌকায় মানুষ পায়খানা করেছে, এক বুড়ি সেখানে পড়ে বয়স কমেছে।
২২১) রাবেয়া বাসরী হজ্ব করছে মক্কা যেতে হয় নাই, কাবা তার সামনে হাজির হয়েছে।
২২২) গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়।(আসতাগফিরুল্লাহ)
২২৩) পীরের মুরিদ হলে নামাজ-রোজা লাগে না।ফানা ফিল্লাহ-এ পৌছে গেলে কিছু লাগে না।
২২৪) বড় পীর(!)আব্দুল কাদের জিলানী, মুসা নবীর ভুল ধরেছেন।
২২৫) পীর দেওয়ান বাগীর স্ত্রী হচ্ছেন নবীর মেয়ে ফাতেমা।
২২৬) পীরের তরিকায়-চোখের জলে অজু করি মনের কাবায় নামাজ পড়ি- সঠিক মনে করা
২২৭) পীরেরা কবরে জীবিত, তারা মুরিদদের বিপদে সাহায্য করে- বিশ্বাস করা।
২২৮) শরীর কেটে রক্ত পড়লে ওজু ভেঙ্গে যায়।
২২৯) বমি হলে অজু ভেঙ্গে যায়।
২৩০) ওজু থাকা অবস্থায় অজু করলে দশ গুন নেকী।
২৩১) মুসল্লির ওজুতে ক্রুটির কারনে ইমামের কেরাত ভুল হয়।
২৩২) মাথা নেড়া বা চুল খুব ছোট রাখা নেকির কাজ মনে করা।
২৩৩) মৃত স্বামীকে স্ত্রী বা স্ত্রীকে স্বামী দেখতে/ধরতে/গোসল দিতে পারবে না মনে করা।
২৩৪) মৃতের নখ, শরিরের বিভিন্ন স্থানের চুল পরিষ্কার করে দিতে হয়।
২৩৫) বিদ্যা অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও।
২৩৬) কারো মৃত্যুর পরে তার কাছের কারো বাচ্চা হলে মনে করা- মৃত ব্যাক্তি ফিরে এসেছে
২৩৭) বড় বিপদ থেকে ফিরে আসলে সোনা-রুপা ভেজান পানি দিয়ে গোসল করতে হয়।
২৩৮) মুমিন ব্যাক্তির অন্তর আল্লাহর আরশ
২৩৯) প্রেম-ভালোবাসায় কোন পাপ নেই।
২৪০) সকালে গাড়ী চালানো শুরুর পূর্বে ড্রাইভারকে গাড়ীর স্টেয়ারিং হুইলে চুমা করতে হয়।
২৪১) পীরের নাম মনে করে গাড়ী চালালে বিপদ হয় না।
২৪২) হাশরের দিন পীরগন মুরিদের জন্য শাফায়াত করবে।
২৪৩) প্রত্যেক মুসলমানের জীবনে একবার চিল্লা দিতে হয়।
গুরুত্বপুর্ন ভুলের নির্ভুল সমাধানঃ
১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!
২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!
৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।
৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়… হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!
৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।
৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।
৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না… বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।
৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।
৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।
১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।
১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।
১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।
১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে….
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।
১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।
১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
বাংলাদেশের সকল থানার ওসিদের (অফিসার ইন-চার্জ) জরুরি নম্বর
ডিএমপি, ঢাকা
১। ওসি রমনা- ০১৭১৩৩৭৩১২৫
২। ওসি ধানমন্ডি- ০১৭১৩৩৭৩১২৬
৩। ওসি শাহাবাগ- ০১৭১৩৩৭৩১২৭
৪। ওসি নিউ মার্কেট- ০১৭১৩৩৭৩১২৮
৫। ওসি লালবাগ- ০১৭১৩৩৭৩১৩৪
৬। ওসি কোতয়ালী- ০১৭১৩৩৭৩১৩৫
৭। ওসি হাজারীবাগ- ০১৭১৩৩৭৩১৩৬
৮। ওসি কামরাঙ্গীরচর- ০১৭১৩৩৭৩১৩৭
৯। ওসি সুত্রাপুর- ০১৭১৩৩৭৩১৪৩
১০। ওসি ডেমরা- ০১৭১৩৩৭৩১৪৪
১১। ওসি শ্যামপুর- ০১৭১৩৩৭৩১৪৫
১২। ওসি যাত্রাবাড়ী- ০১৭১৩৩৭৩১৪৬
১৩। ওসি মতিঝিল- ০১৭১৩৩৭৩১৫২
১৪। ওসি সবুজবাগ- ০১৭১৩৩৭৩১৫৩
১৫। ওসি খিলগাও- ০১৭১৩৩৭৩১৫৪
১৬। ওসি পল্টন- ০১৭১৩৩৭৩১৫৫
১৭। ওসি উত্তরা- ০১৭১৩৩৭৩১৬১
১৮। ওসি এয়ারপোর্ট- ০১৭১৩৩৭৩১৬২
১৯। ওসি তুরাগ- ০১৭১৩৩৭৩১৬৩
২০। ওসি উত্তরখান- ০১৭১৩৩৭৩১৬৪
২১। ওসি দক্ষিনখান- ০১৭১৩৩৭৩১৬৫
২২। ওসি গুলশান- ০১৭১৩৩৭৩১৭১
২৩। ওসি ক্যান্টনমেন্ট- ০১৭১৩৩৭৩১৭২
২৪। ওসি বাড্ডা- ০১৭১৩৩৭৩১৭৩
২৫। ওসি খিলক্ষেত- ০১৭১৩৩৭৩১৭৪
২৬। ওসি তেজগাও- ০১৭১৩৩৭৩১৮০
২৭। ওসি তেজগাও শি/এ- ০১৭১৩৩৭৩১৮১
২৮। ওসি মোহাম্মদপুর- ০১৭১৩৩৭৩১৮২
২৯। ওসি আদাবর- ০১৭১৩৩৭৩১৮৩
৩০। ওসি মিরপুর- ০১৭১৩৩৭৩১৮৯
৩১। ওসি পল্লবী- ০১৭১৩৩৭৩১৯০
৩২। ওসি কাফরুল- ০১৭১৩৩৭৩১৯১
৩৩। ওসি শাহ আলী- ০১৭১৩৩৭৩১৯২
সিএমপি, চট্রগ্রাম
১। ওসি কোতয়ালী, সিএমপি- ০১৭১৩৩৭৩২৫৬
২। ওসি পাহাড়তলী (নর্থ জোন)- ০১৭১৩৩৭৩২৫৭
৩। ওসি পাচলাইশ- ০১৭১৩৩৭৩২৫৮
৪। ওসি চান্দগাও- ০১৭১৩৩৭৩২৫৯
৫। ওসি খুলসী- ০১৭১৩৩৭৩২৬০
৬। ওসি বাকুলিয়া- ০১৭১৩৩৭৩২৬১
৭। ওসি বায়েজিদ বোস্তামী- ০১৭১৩৩৭৩২৬২
৮। ওসি বন্দর- ০১৭১৩৩৭৩২৬৭
৯। ওসি ডাবল মুরিং- ০১৭১৩৩৭৩২৬৮
১০। ওসি হালিশহর- ০১৭১৩৩৭৩২৬৯
১১। ওসি পতেঙ্গা- ০১৭১৩৩৭৩২৭০
১২। ওসি কর্ণফুলি- ০১৭১৩৩৭৩২৭১
১৩। ওসি ইমিগ্রেশন (বন্দর)- ০১৭১৩৩৭৩২৭২
১৪। ওসি পাহাড়তলী (বন্দর জোন)- ০১৭১৩৩৭৩২৭৩
কেএমপি, খুলনা
১। ওসি খুলনা- ০১৭১৩৩৭৩২৮৫
২। ওসি সোনাডাঙ্গা- ০১৭১৩৩৭৩২৮৬
৩। ওসি খালিশপুর- ০১৭১৩৩৭৩২৮৭
৪। ওসি দৌলতপুর- ০১৭১৩৩৭৩২৮৮
৫। ওসি খানজাহান আলী- ০১৭১৩৩৭৩২৮৯
আরএমপি, রাজশাহী
১। ওসি বোয়ালিয়া- ০১৭১৩৩৭৩৩০৯
২। ওসি রাজপাড়া- ০১৭১৩৩৭৩৩১০
৩। ওসি মতিহার- ০১৭১৩৩৭৩৩১১
৪। ওসি শাহ মাকদুম- ০১৭১৩৩৭৩৩১২
ঢাকা বিভাগ
১। ওসি সাভার- ০১৭১৩৩৭৩৩২৭
২। ওসি ধামরাই- ০১৭১৩৩৭৩৩২৮
৩। ওসি কেরানীগঞ্জ- ০১৭১৩৩৭৩৩২৯
৪। ওসি নবাবগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৩০
৫। ওসি দোহার- ০১৭১৩৩৭৩৩৩১
৬। ওসি আশুলিয়া- ০১৭১৩৩৭৩৩৩২
৭। ওসি দক্ষিন কেরানীগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৩৩
৮। ওসি নারায়নগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৪৫
৯। ওসি ফতুল্লা- ০১৭১৩৩৭৩৩৪৬
১০। ওসি বন্দর- ০১৭১৩৩৭৩৩৪৭
১১। ওসি সিদ্দিরগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৪৮
১২। ওসি আড়াইহাজার- ০১৭১৩৩৭৩৩৪৯
১৩। ওসি সোনারগাও- ০১৭১৩৩৭৩৩৫০
১৪। ওসি রুপগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৫১
১৫। ওসি জয়দেবপুর ০১৭১৩৩৭৩৩৬৩
১৬। ওসি টংগী- ০১৭১৩৩৭৩৩৬৪
১৭। ওসি কালিয়াকৈর- ০১৭১৩৩৭৩৩৬৫
১৮। ওসি শ্রীপুর- ০১৭১৩৩৭৩৩৬৬
১৯। ওসি কাপাসিয়া- ০১৭১৩৩৭৩৩৬৭
২০। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৬৮
২১। ওসি মানিকগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৭৯
২২। ওসি ঘিওর- ০১৭১৩৩৭৩৩৮০
২৩। ওসি শিবালয়- ০১৭১৩৩৭৩৩৮১
২৪। ওসি দৌলতপুর- ০১৭১৩৩৭৩৩৮২
২৫। ওসি হরিরামপুর- ০১৭১৩৩৭৩৩৮৩
২৬। ওসি সাটুরিয়া- ০১৭১৩৩৭৩৩৮৪
২৭। ওসি সিংগাইর- ০১৭১৩৩৭৩৩৮৫
২৮। ওসি মুন্সীগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৯৬
২৯। ওসি টংগীবাড়ী- ০১৭১৩৩৭৩৩৯৭
৩০। ওসি লৌহজং- ০১৭১৩৩৭৩৩৯৮
৩১। ওসি শ্রীনগর- ০১৭১৩৩৭৩৩৯৯
৩২। ওসি সিরাজদীখান- ০১৭১৩৩৭৩৪০০
৩৩। ওসি গজারিয়া- ০১৭১৩৩৭৩৪০১
৩৪। ওসি নরসিংদী- ০১৭১৩৩৭৩৪১২
৩৫। ওসি রায়পুর- ০১৭১৩৩৭৩৪১৩
৩৬। ওসি শিবপুর- ০১৭১৩৩৭৩৪১৪
৩৭। ওসি বেলাবো- ০১৭১৩৩৭৩৪১৫
৩৮। ওসি মনোহরদী- ০১৭১৩৩৭৩৪১৬
৩৯। ওসি পলাশ- ০১৭১৩৩৭৩৪১৭
৪০। ওসি কোতয়ালী মযমনসিংহ- ০১৭১৩৩৭৩৪৩০
৪১। ওসি মুক্তাগাছা- ০১৭১৩৩৭৩৪৩১
৪২। ওসি ফুলবাড়ী- ০১৭১৩৩৭৩৪৩২
৪৩। ওসি ত্রিশাল- ০১৭১৩৩৭৩৪৩৩
৪৪। ওসি গৌরীপুর- ০১৭১৩৩৭৩৪৩৪
৪৫। ওসি ঈশ্বরগঞ্জ- ০১৭১৩৩৭৩৪৩৫
৪৬। ওসি নান্দাইল- ০১৭১৩৩৭৩৪৩৬
৪৭। ওসি ফুলপুর- ০১৭১৩৩৭৩৪৩৭
৪৮। ওসি হালুয়াঘাট- ০১৭১৩৩৭৩৪৩৮
৪৯। ওসি ধোবাউরা- ০১৭১৩৩৭৩৪৩৯
৫০। ওসি গফরগাও- ০১৭১৩৩৭৩৪৪০
৫১। ওসি ভালুকা- ০১৭১৩৩৭৩৪৪১
৫২। ওসি তারাকান্দা- ০১৭১৩৩৭৩৪৪২
৫৩। ওসি টাঙ্গাইল- ০১৭১৩৩৭৩৪৫৪
৫৪। ওসি মির্জাপুর- ০১৭১৩৩৭৩৪৫৫
৫৫। ওসি নাগরপুর- ০১৭১৩৩৭৩৪৫৬
৫৬। ওসি সখিপুর- ০১৭১৩৩৭৩৪৫৭
৫৭। ওসি বাসাইল- ০১৭১৩৩৭৩৪৫৮
৫৮। ওসি দেলদুয়ার- ০১৭১৩৩৭৩৪৫৯
৫৯। ওসি মধুপুর- ০১৭১৩৩৭৩৪৬০
৬০। ওসি ঘাটাইল- ০১৭১৩৩৭৩৪৬১
৬১। ওসি কালিহাতি- ০১৭১৩৩৭৩৪৬২
৬২। ওসি ভুয়াপুর- ০১৭১৩৩৭৩৪৬৩
৬৩। ওসি ওসি যমুনা ব্রীজ পূর্ব- ০১৭১৩৩৭৩৪৬৪
৬৪। ওসি ধনবাড়ী- ০১৭১৩৩৭৩৪৬৫
৬৫। ওসি গোপালপুর- ০১৭১৩৩৭৩৪৬৬
৬৬। ওসি কিশোরগঞ্জ- ০১৭১৩৩৭৩৪৮০
৬৭। ওসি করিমগঞ্জ- ০১৭১৩৩৭৩৪৮১
৬৮। ওসি তারাইল- ০১৭১৩৩৭৩৪৮২
৬৯। ওসি হোসেনপুর- ০১৭১৩৩৭৩৪৮৩
৭০। ওসি কটিয়াদী- ০১৭১৩৩৭৩৪৮৪
৭১। ওসি বাজিতপুর- ০১৭১৩৩৭৩৪৮৫
৭২। ওসি কুলিয়ারচর- ০১৭১৩৩৭৩৪৮৬
৭৩। ওসি ভৈরব- ০১৭১৩৩৭৩৪৮৭
৭৪। ওসি ইটনা- ০১৭১৩৩৭৩৪৮৮
৭৫। ওসি মিঠামইন- ০১৭১৩৩৭৩৪৮৯
৭৬। ওসি নিকলী- ০১৭১৩৩৭৩৪৯০
৭৭। ওসি পাকুন্দিয়া- ০১৭১৩৩৭৩৪৯১
৭৮। ওসি অষ্টগ্রাম- ০১৭১৩৩৭৩৪৯২
৭৯। ওসি নেত্রকোনা- ০১৭১৩৩৭৩৫০৫
৮০। ওসি বারহাট্টা- ০১৭১৩৩৭৩৫০৬
৮১। ওসি কলমাকান্দা- ০১৭১৩৩৭৩৫০৭
৮২। ওসি আটপাড়া- ০১৭১৩৩৭৩৫০৮
৮৩। ওসি দুর্গাপুর- ০১৭১৩৩৭৩৫০৯
৮৪। ওসি পূর্বধলা- ০১৭১৩৩৭৩৫১০
৮৫। ওসি কেন্দুয়া- ০১৭১৩৩৭৩৫১১
৮৬। ওসি মদন- ০১৭১৩৩৭৩৫১২
৮৭। ওসি মোহনগঞ্জ- ০১৭১৩৩৭৩৫১৩
৮৮। ওসি খালিজুরি- ০১৭১৩৩৭৩৫১৪
৮৯। ওসি শেরপুর- ০১৭১৩৩৭৩৫২৩
৯০। ওসি নকলা- ০১৭১৩৩৭৩৫২৪
৯১। ওসি নলিতাবাড়ী- ০১৭১৩৩৭৩৫২৫
৯২। ওসি শ্রীবর্দী- ০১৭১৩৩৭৩৫২৬
৯৩। ওসি ঝিনাইগাতি- ০১৭১৩৩৭৩৫২৭
৯৪। ওসি জামালপুর- ০১৭১৩৩৭৩৫৩৮
৯৫। ওসি মেলান্দহ- ০১৭১৩৩৭৩৫৩৯
৯৬। ওসি সরিষাবাড়ী- ০১৭১৩৩৭৩৫৪০
৯৭। ওসি দেওয়ানগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৪১
৯৮। ওসি ইসলামপুর- ০১৭১৩৩৭৩৫৪২
৯৯। ওসি মাদারগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৪৩
১০০। ওসি বকশীগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৪৪
১০১। ওসি বাহাদুরাবাদ- ০১৭১৩৩৭৩৫৪৫
১০২। ওসি কোতয়ালী ফরিদপুর- ০১৭১৩৩৭৩৫৫৬
১০৩। ওসি মধুখালী- ০১৭১৩৩৭৩৫৫৭
১০৪। ওসি বোয়ালমারী- ০১৭১৩৩৭৩৫৫৮
১০৫। ওসি আলফাডাঙ্গা- ০১৭১৩৩৭৩৫৫৯
১০৬। ওসি চরভদ্রাসন- ০১৭১৩৩৭৩৫৬০
১০৭। ওসি নগরকান্দা- ০১৭১৩৩৭৩৫৬১
১০৮। ওসি সদরপুর- ০১৭১৩৩৭৩৫৬২
১০৯। ওসি সালতা- ০১৭১৩৩৭৩৫৬৩
১১০। ওসি ভাংগা- ০১৭১৩৩৭৩৫৬৪
১১১। ওসি গোপালগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৭২
১১২। ওসি মকসুদপুর- ০১৭১৩৩৭৩৫৭৩
১১৩। ওসি কাশিয়ানী- ০১৭১৩৩৭৩৫৭৪
১১৪। ওসি কোটালীপাড়া- ০১৭১৩৩৭৩৫৭৫
১১৫। ওসি টুঙ্গিপাড়া- ০১৭১৩৩৭৩৫৭৬
১১৬। ওসি মাদারীপুর- ০১৭১৩৩৭৩৫৮৫
১১৭। ওসি রাজৈর- ০১৭১৩৩৭৩৫৮৬
১১৮। ওসি কালকিনি- ০১৭১৩৩৭৩৫৮৭
১১৯। ওসি শিবচর- ০১৭১৩৩৭৩৫৮৮
১২০। ওসি রাজবাড়ী- ০১৭১৩৩৭৩৫৯৮
১২১। ওসি বালিয়াকান্দি- ০১৭১৩৩৭৩৫৯৯
১২২। ওসি পাংশা- ০১৭১৩৩৭৩৬০০
১২৩। ওসি গোয়ালন্দ- ০১৭১৩৩৭৩৬০১
১২৪। ওসি গোসাইরহাট- ০১৭১৩৩৭৩৬১২
১২৫। ওসি ভেদরগঞ্জ- ০১৭১৩৩৭৩৬১৩
১২৬। ওসি ডামুড্ডা- ০১৭১৩৩৭৩৬১৪
১২৭। ওসি জাজিরা- ০১৭১৩৩৭৩৬১৫
১২৮। ওসি নড়িয়া- ০১৭১৩৩৭৩৬১৬
১২৯। ওসি পালং- ০১৭১৩৩৭৩৬১৭
১৩০। ওসি শখিপুর- ০১৭১৩৩৭৩৬১৮
চট্রগ্রাম বিভাগ
১। ওসি রাউজান- ০১৭১৩৩৭৩৬৩৯
২। ওসি হাটহাজারী- ০১৭১৩৩৭৩৬৪০
৩। ওসি ফটিকছড়ি- ০১৭১৩৩৭৩৬৪১
৪। ওসি রাংগুনিয়া- ০১৭১৩৩৭৩৬৪২
৫। ওসি পটিয়া- ০১৭১৩৩৭৩৬৪৩
৬। ওসি মীরসরাই- ০১৭১৩৩৭৩৬৪৪
৭। ওসি সীতাকুন্ডু- ০১৭১৩৩৭৩৬৪৫
৮। ওসি আনোয়ারা- ০১৭১৩৩৭৩৬৪৬
৯। ওসি বোয়ালখালী- ০১৭১৩৩৭৩৬৪৭
১০। ওসি বাশখালী- ০১৭১৩৩৭৩৬৪৮
১১। ওসি সাতকানিয়া- ০১৭১৩৩৭৩৬৪৯
১২। ওসি লোহাগড়া- ০১৭১৩৩৭৩৬৫০
১৩। ওসি চান্দনাইশ- ০১৭১৩৩৭৩৬৫১
১৪। ওসি সন্দীপ- ০১৭১৩৩৭৩৬৫২
১৫। ওসি কক্সবাজার- ০১৭১৩৩৭৩৬৬৩
১৬। ওসি রামু- ০১৭১৩৩৭৩৬৬৪
১৭। ওসি উখিয়া- ০১৭১৩৩৭৩৬৬৫
১৮। ওসি টেকনাফ- ০১৭১৩৩৭৩৬৬৬
১৯। ওসি চকোরিয়া- ০১৭১৩৩৭৩৬৬৭
২০। ওসি কুতুবদিয়া- ০১৭১৩৩৭৩৬৬৮
২১। ওসি মহেষখালী- ০১৭১৩৩৭৩৬৬৯
২২। ওসি পেকুয়া- ০১৭১৩৩৭৩৬৭০
২৩। ওসি কোতয়ালী কুমিল্লা- ০১৭১৩৩৭৩৬৮৫
২৪। ওসি চৌদ্দগ্রাম- ০১৭১৩৩৭৩৬৮৬
২৫। ওসি দেবীদ্দার- ০১৭১৩৩৭৩৬৮৭
২৬। ওসি হোমনা- ০১৭১৩৩৭৩৬৮৮
২৭। ওসি লাকসাম- ০১৭১৩৩৭৩৬৮৯
২৮। ওসি দাউদকান্দি- ০১৭১৩৩৭৩৬৯০
২৯। ওসি বুড়িচং- ০১৭১৩৩৭৩৬৯১
৩০। ওসি চান্দিনা- ০১৭১৩৩৭৩৬৯২
৩২। ওসি বরুরা- ০১৭১৩৩৭৩৬৯৩
৩৩। ওসি লাঙ্গলকোট- ০১৭১৩৩৭৩৬৯৪
৩৪। ওসি মুরাদনগর- ০১৭১৩৩৭৩৬৯৫
৩৫। ওসি ব্রাক্ষ্মনপাড়া- ০১৭১৩৩৭৩৬৯৬
৩৬। ওসি মেঘনা- ০১৭১৩৩৭৩৬৯৭
৩৭। ওসি মনোহরগঞ্জ- ০১৭১৩৩৭৩৬৯৮
৩৮। ওসি তিতাস- ০১৭১৩৩৭৩৬৯৯
৩৯। ওসি সদর দক্ষিন কুমিল্লা- ০১৭১৩৩৭৩৭০০
৪০। ওসি চাদপুর- ০১৭১৩৩৭৩৭১২
৪১। ওসি হাজীগঞ্জ- ০১৭১৩৩৭৩৭১৩
৪২। ওসি মতলব- ০১৭১৩৩৭৩৭১৪
৪৩। ওসি মতলব উত্তর- ০১৭১৩৩৭৩৭১৪
৪৪। ওসি মতলব দক্ষিন- ০১৭১৩৩৭৩৭১৫
৪৫। ওসি শাহারাস্তি- ০১৭১৩৩৭৩৭১৬
৪৬। ওসি কচুয়া- ০১৭১৩৩৭৩৭১৭
৪৭। ওসি ফরিদগঞ্জ- ০১৭১৩৩৭৩৭১৮
৪৮। ওসি হাইমচর- ০১৭১৩৩৭৩৭১৯
৪৯। ওসি ব্রাক্ষ্মনবাড়ীয়া সদর- ০১৭১৩৩৭৩৭৩০
৫০। ওসি সরাইল- ০১৭১৩৩৭৩৭৩১
৫১। ওসি আশুগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৩২
৫২। ওসি নাসিরনগর- ০১৭১৩৩৭৩৭৩৩
৫৩। ওসি নবীনগর- ০১৭১৩৩৭৩৭৩৪
৫৪। ওসি বাঞ্ছারামপুর- ০১৭১৩৩৭৩৭৩৫
৫৫। ওসি কসবা- ০১৭১৩৩৭৩৭৩৬
৫৬। ওসি আখাউড়া- ০১৭১৩৩৭৩৭৩৭
৫৭। ওসি সুধারাম, নোয়াখালী- ০১৭১৩৩৭৩৭৪৮
৫৮। ওসি বেগমগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৪৯
৫৯। ওসি সেনবাগ- ০১৭১৩৩৭৩৭৫০
৬০। ওসি সোনাইমুরি- ০১৭১৩৩৭৩৭৫১
৬১। ওসি কোম্পানীগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৫২
৬২। ওসি চাটখিল- ০১৭১৩৩৭৩৭৫৩
৬৩। ওসি হাতিয়া- ০১৭১৩৩৭৩৭৫৪
৬৪। ওসি চরজব্বার- ০১৭১৩৩৭৩৭৫৫
৬৫। ওসি লক্ষীপুর- ০১৭১৩৩৭৩৭৬৫
৬৬। ওসি রায়পুরা- ০১৭১৩৩৭৩৭৬৬
৬৭। ওসি রামগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৬৭
৬৮। ওসি রামগাতি- ০১৭১৩৩৭৩৭৬৮
৬৯। ওসি ফেনী- ০১৭১৩৩৭৩৭৭৮
৭০। ওসি সোনাগাজী- ০১৭১৩৩৭৩৭৭৯
৭১। ওসি ফুলগাজী- ০১৭১৩৩৭৩৭৮০
৭২। ওসি পরশুরাম- ০১৭১৩৩৭৩৭৮১
৭৩। ওসি ছাগলনাইয়া- ০১৭১৩৩৭৩৭৮২
৭৪। ওসি দাগনভুইয়া- ০১৭১৩৩৭৩৭৮৩
রাজশাহী বিভাগ
১। ওসি পবা- ০১৭১৩৩৭৩৮০০
২। ওসি গুদাগাড়ি- ০১৭১৩৩৭৩৮০১
৩। ওসি তানর- ০১৭১৩৩৭৩৮০২
৪। ওসি মোহনপুর- ০১৭১৩৩৭৩৮০৩
৫। ওসি পুঠিয়া- ০১৭১৩৩৭৩৮০৪
৬। ওসি বাগমারা- ০১৭১৩৩৭৩৮০৫
৭। ওসি দুর্গাপুর- ০১৭১৩৩৭৩৮০৬
৮। ওসি চারঘাট- ০১৭১৩৩৭৩৮০৭
৯। ওসি বাঘা- ০১৭১৩৩৭৩৮০৮
১০। ওসি চাপাই নবাবগঞ্জ- ০১৭১৩৩৭৩৮১৯
১১। ওসি শিবগঞ্জ- ০১৭১৩৩৭৩৮২০
১২। ওসি গোমস্তাপুর- ০১৭১৩৩৭৩৮২১
১৩। ওসি নাচোল- ০১৭১৩৩৭৩৮২২
১৪। ওসি ভোলাহাট- ০১৭১৩৩৭৩৮২৩
১৫। ওসি নওগা- ০১৭১৩৩৭৩৮৩৬
১৬। ওসি রায়নগর- ০১৭১৩৩৭৩৮৩৭
১৭। ওসি আত্রাই- ০১৭১৩৩৭৩৮৩৮
১৮। ওসি ধামরাই- ০১৭১৩৩৭৩৮৩৯
১৯। ওসি বাদলগাছি- ০১৭১৩৩৭৩৮৪০
২০। ওসি মহাদেবপুর- ০১৭১৩৩৭৩৮৪১
২১। ওসি পাটনীতলা- ০১৭১৩৩৭৩৮৪২
২২। ওসি নিয়ামতপুর- ০১৭১৩৩৭৩৮৪৩
২৩। ওসি মান্দা- ০১৭১৩৩৭৩৮৪৪
২৪। ওসি সাপাহার- ০১৭১৩৩৭৩৮৪৫
২৫। ওসি পর্শা- ০১৭১৩৩৭৩৮৪৬
২৬। ওসি নাটোর- ০১৭১৩৩৭৩৮৫৭
২৭। ওসি সিংড়া- ০১৭১৩৩৭৩৮৫৮
২৮। ওসি বাঘাতিপাড়া- ০১৭১৩৩৭৩৮৫৯
২৯। ওসি গুরুদাসপুর- ০১৭১৩৩৭৩৮৬০
৩০। ওসি লালপুর- ০১৭১৩৩৭৩৮৬১
৩১। ওসি বরইগ্রাম- ০১৭১৩৩৭৩৮৬২
৩২। ওসি নলডাংগা- ০১৭১৩৩৭৩৮৬৩
৩৩। ওসি কোতয়ালী, রংপুর- ০১৭১৩৩৭৩৮৭৪
৩৪। ওসি গঙ্গাচুড়া- ০১৭১৩৩৭৩৮৭৫
৩৫। ওসি ভোদরগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৭৬
৩৬। ওসি তারাগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৭৭
৩৭। ওসি মিঠাপুকুর- ০১৭১৩৩৭৩৮৭৮
৩৮। ওসি পীরগাছা- ০১৭১৩৩৭৩৮৭৯
৩৯। ওসি কাউনিয়া- ০১৭১৩৩৭৩৮৮০
৪০। ওসি পীরগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৮১
৪১। ওসি গাইবান্ধা- ০১৭১৩৩৭৩৮৯২
৪২। ওসি সাদুল্লাপুর- ০১৭১৩৩৭৩৮৯৩
৪৩। ওসি সুন্দরগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৯৪
৪৫। ওসি পলাশবাড়ী- ০১৭১৩৩৭৩৮৯৫
৪৬। ওসি গোবিন্দগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৯৬
৪৭। ওসি সাতঘাটা- ০১৭১৩৩৭৩৮৯৭
৪৮। ওসি ফুলছড়ি- ০১৭১৩৩৭৩৮৯৮
৪৯। ওসি নিলফামারী- ০১৭১৩৩৭৩৯০৯
৫০। ওসি সৈয়দপুর- ০১৭১৩৩৭৩৯১০
৫১। ওসি জলঢাকা- ০১৭১৩৩৭৩৯১১
৫২। ওসি কিশোরগঞ্জ (নিলফামারী)- ০১৭১৩৩৭৩৯১২
৫৩। ওসি ডোমার- ০১৭১৩৩৭৩৯১৩
৫৪। ওসি ডিমলা- ০১৭১৩৩৭৩৯১৪
৫৪। ওসি সৈয়দপুর পুলিশ ফাড়ী- ০১৭১৩৩৭৩৯১৫
৫৫। ওসি কুড়িগ্রাম- ০১৭১৩৩৭৩৯২৬
৫৬। ওসি রাজারহাট- ০১৭১৩৩৭৩৯২৭
৫৭। ওসি ফুলবাড়ী- ০১৭১৩৩৭৩৯২৮
৫৮। ওসি নাগেশ্বর- ০১৭১৩৩৭৩৯২৯
৫৯। ওসি বুরুঙ্গামারী- ০১৭১৩৩৭৩৯৩০
৬০। ওসি উলিপুর- ০১৭১৩৩৭৩৯৩১
৬১। ওসি চিলমারী- ০১৭১৩৩৭৩৯৩২
৬২। ওসি রৌমারী- ০১৭১৩৩৭৩৯৩৩
৬৩। ওসি রাজীবপুর- ০১৭১৩৩৭৩৯৩৪
৬৪। ওসি দুসমারা- ০১৭১৩৩৭৩৯৩৫
৬৫। ওসি কোচাকাটা- ০১৭১৩৩৭৩৯৩৬
৬৬। ওসি লালমনিরহাট- ০১৭১৩৩৭৩৯৪৬
৬৭। ওসি আদিতমারি- ০১৭১৩৩৭৩৯৪৭
৬৮। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৪৮
৬৯। ওসি হাতিবান্দা- ০১৭১৩৩৭৩৯৪৯
৭০। ওসি পাটগ্রাম- ০১৭১৩৩৭৩৯৫০
৭১। ওসি কোতয়ালী দিনাজপুর- ০১৭১৩৩৭৩৯৬৩
৭২। ওসি চিরির বন্দর- ০১৭১৩৩৭৩৯৬৪
৭৩। ওসি রিরল- ০১৭১৩৩৭৩৯৬৫
৭৪। ওসি পার্বতীপুর- ০১৭১৩৩৭৩৯৬৬
৭৫। ওসি বীরগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৬৭
৭৬। ওসি বোছাগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৬৮
৭৭। ওসি কাহারোল- ০১৭১৩৩৭৩৯৬৯
৭৮। ওসি খানসামা- ০১৭১৩৩৭৩৯৭০
৭৯। ওসি ফুলবাড়ী- ০১৭১৩৩৭৩৯৭১
৮০। ওসি বিরামপুর- ০১৭১৩৩৭৩৯৭২
৮২। ওসি নবাবগঞ্জ (দিনাজপুর)-০১৭১৩৩৭৩৯৭৩
৮৩। ওসি ঘোড়াঘাট- ০১৭১৩৩৭৩৯৭৪
৮৪। ওসি হাকিমপুর- ০১৭১৩৩৭৩৯৭৫
৮৫। ওসি ঠাকুরগাও- ০১৭১৩৩৭৩৯৮৫
৮৬। ওসি বালিয়াডাঙ্গী- ০১৭১৩৩৭৩৯৮৬
৮৭। ওসি রানীসঙ্কৌল- ০১৭১৩৩৭৩৯৮৭
৮৮। ওসি পীরগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৮৮
৮৯। ওসি হরিপুর- ০১৭১৩৩৭৩৯৮৯
৯০। ওসি পঞ্চগড়- ০১৭১৩৩৭৩৯৯৯
৯১। ওসি বোদা- ০১৭১৩৩৭৪০০০
৯২। ওসি আটোয়ারী- ০১৭১৩৩৭৪০০১
৯৩। ওসি তেতুলিয়া- ০১৭১৩৩৭৪০০২
৯৪। ওসি দেবীগঞ্জ- ০১৭১৩৩৭৪০০৩
৯৫। ওসি পাবনা- ০১৭১৩৩৭৪০১৬
৯৬। ওসি ঈশ্বরদী- ০১৭১৩৩৭৪০১৭
৯৭। ওসি আটঘরিয়া- ০১৭১৩৩৭৪০১৮
৯৮। ওসি চাটমোহর- ০১৭১৩৩৭৪০১৯
৯৯। ওসি ভঙ্গোরা- ০১৭১৩৩৭৪০২০
১০০। ওসি ফরিদপুর (পাবনা)- ০১৭১৩৩৭৪০২১
১০১। ওসি সূর্যনগর- ০১৭১৩৩৭৪০২২
১০২। ওসি বেড়া- ০১৭১৩৩৭৪০২৩
১০৩। ওসি সাথিয়া- ০১৭১৩৩৭৪০২৪
১০৪। ওসি আতাইকুলা- ০১৭১৩৩৭৪০২৫
১০৫। ওসি সিরাজগঞ্জ- ০১৭১৩৩৭৪০৩৮
১০৬। ওসি শাহাজাদপুর- ০১৭১৩৩৭৪০৩৯
১০৭। ওসি উল্লাপাড়া- ০১৭১৩৩৭৪০৪০
১০৮। ওসি চৌহালী- ০১৭১৩৩৭৪০৪১
১০৯। ওসি তারাস- ০১৭১৩৩৭৪০৪২
১১০। ওসি কাজিপুর- ০১৭১৩৩৭৪০৪৩
১১১। ওসি কামারকান্দা- ০১৭১৩৩৭৪০৪৪
১১২। ওসি রায়গঞ্জ- ০১৭১৩৩৭৪০৪৫
১১৩। ওসি বেলকুচি- ০১৭১৩৩৭৪০৪৬
১১৪। ওসি যমুনা ব্রীজ পশ্চিম- ০১৭১৩৩৭৪০৪৭
১১৫। ওসি সালাঙ্গা- ০১৭১৩৩৭৪০৪৮
১১৬। ওসি এনায়েতপুর- ০১৭১৩৩৭৪০৪৯
১১৭। ওসি বগুড়া- ০১৭১৩৩৭৪০৬১
১১৮। ওসি শিবগঞ্জ- ০১৭১৩৩৭৪০৬২
১১৯। ওসি সোনাতলা- ০১৭১৩৩৭৪০৬৩
১২০। ওসি গাবতলী- ০১৭১৩৩৭৪০৬৪
১২১। ওসি সারিয়াকান্দি- ০১৭১৩৩৭৪০৬৫
১২২। ওসি আদমদিঘী- ০১৭১৩৩৭৪০৬৬
১২৩। ওসি ধুপচাচিয়া- ০১৭১৩৩৭৪০৬৭
১২৪। ওসি কাহালু- ০১৭১৩৩৭৪০৬৮
১২৫। ওসি শেরপুর- ০১৭১৩৩৭৪০৬৯
১২৬। ওসি ধুনট- ০১৭১৩৩৭৪০৭০
১২৭। ওসি নন্দিগ্রাম- ০১৭১৩৩৭৪০৭১
১২৮। ওসি শাহজাহানপুর- ০১৭১৩৩৭৪০৭২
১২৯। ওসি জয়পুরহাট- ০১৭১৩৩৭৪০৮২
১৩০। ওসি কালাই- ০১৭১৩৩৭৪০৮৩
১৩১। ওসি ক্ষেতলাল- ০১৭১৩৩৭৪০৮৪
১৩২। ওসি আক্কেলপুর- ০১৭১৩৩৭৪০৮৫
১৩৩। ওসি পাচবিবি- ০১৭১৩৩৭৪০৮৬
খুলনা বিভাগ
১। ওসি ফুলতলা- ০১৭১৩৩৭৪১০৩
২। ওসি দিঘলিয়া- ০১৭১৩৩৭৪১০৪
৩। ওসি পাইকগাছা- ০১৭১৩৩৭৪১০৫
৪। ওসি বটিয়াঘাটা- ০১৭১৩৩৭৪১০৬
৫। ওসি ডুমুরিয়া- ০১৭১৩৩৭৪১০৭
৬। ওসি তেরখাদা- ০১৭১৩৩৭৪১০৮
৭। ওসি রুপসা- ০১৭১৩৩৭৪১০৯
৮। ওসি দাকোপ- ০১৭১৩৩৭৪১১০
৯। ওসি কয়রা- ০১৭১৩৩৭৪১১১
১০। ওসি বাগেরহাট- ০১৭১৩৩৭৪১২২
১১। ওসি ফকিরহাট- ০১৭১৩৩৭৪১২৩
১২। ওসি মোল্লারহাট- ০১৭১৩৩৭৪১২৪
১৩। ওসি চিতলমারী- ০১৭১৩৩৭৪১২৫
১৪। ওসি কচুয়া- ০১৭১৩৩৭৪১২৬
১৫। ওসি মোরলগঞ্জ- ০১৭১৩৩৭৪১২৭
১৬। ওসি শরনখোলা- ০১৭১৩৩৭৪১২৮
১৭। ওসি মংলা- ০১৭১৩৩৭৪১২৯
১৮। ওসি রামপাল- ০১৭১৩৩৭৪১৩০
১৯। ওসি সাতক্ষীরা- ০১৭১৩৩৭৪১৪১
২০। ওসি কলারোয়া- ০১৭১৩৩৭৪১৪২
২১। ওসি তালা- ০১৭১৩৩৭৪১৪৩
২২। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৪১৪৪
২৩। ওসি শ্যামনগর- ০১৭১৩৩৭৪১৪৫
২৪। ওসি দেবহাটা- ০১৭১৩৩৭৪১৪৬
২৫। ওসি আশাশুনি- ০১৭১৩৩৭৪১৪৭
২৬। ওসি পাটকেলঘাটা- ০১৭১৩৩৭৪১৪৮
২৭। ওসি কোতয়ালী যশোর- ০১৭১৩৩৭৪১৬১
২৮। ওসি ঝিকরগাছা- ০১৭১৩৩৭৪১৬২
২৯। ওসি শার্শা- ০১৭১৩৩৭৪১৬৩
৩০। ওসি চৌগাছা- ০১৭১৩৩৭৪১৬৪
৩১। ওসি মনিরামপুর- ০১৭১৩৩৭৪১৬৫
৩২। ওসি কেশবপুর- ০১৭১৩৩৭৪১৬৬
৩৩। ওসি অভয়নগর- ০১৭১৩৩৭৪১৬৭
৩৪। ওসি বাঘারপাড়া- ০১৭১৩৩৭৪১৬৮
৩৫। ওসি বেনাপোল পোর্ট- ০১৭১৩৩৭৪১৬৯
৩৬। ওসি বেনাপোল চেক পোষ্ট- ০১৭১৩৩৭৪১৭০
৩৭। ওসি মাগুরা- ০১৭১৩৩৭৪১৭৯
৩৮। ওসি শালিখা- ০১৭১৩৩৭৪১৮০
৩৯। ওসি শ্রীপুর- ০১৭১৩৩৭৪১৮১
৪০। ওসি মোহাম্মদপুর- ০১৭১৩৩৭৪১৮২
৪১। ওসি ঝিনাইদহ- ০১৭১৩৩৭৪১৯২
৪২। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৪১৯৩
৪৩। ওসি শৈলকুপা- ০১৭১৩৩৭৪১৯৪
৪৪। ওসি হরিনাকুন্ডু- ০১৭১৩৩৭৪১৯৫
৪৫। ওসি কোটচাদপুর- ০১৭১৩৩৭৪১৯৬
৪৬। ওসি মহেশপুর- ০১৭১৩৩৭৪১৯৭
৪৭। ওসি নড়াইল- ০১৭১৩৩৭৪২০৬
৪৮। ওসি কালিয়া- ০১৭১৩৩৭৪২০৭
৪৯। ওসি লোহাগড়া- ০১৭১৩৩৭৪২০৮
৫০। ওসি নড়াগাতি- ০১৭১৩৩৭৪২০৯
৫১। ওসি কুষ্টিয়া- ০১৭১৩৩৭৪২২০
৫২। ওসি খোকসা- ০১৭১৩৩৭৪২২১
৫৩। ওসি কুমারখালী- ০১৭১৩৩৭৪২২২
৫৪। ওসি ভেড়ামারা- ০১৭১৩৩৭৪২২৩
৫৫। ওসি দৌলতপুর- ০১৭১৩৩৭৪২২৪
৫৬। ওসি মিরপুর- ০১৭১৩৩৭৪২২৫
৫৭। ওসি ইসলামী ইউনিভার্সিটি- ০১৭১৩৩৭৪২২৬
৫৮। ওসি চুয়াডাংগা- ০১৭১৩৩৭৪২৩৬
৫৯। ওসি আলমডাংগা- ০১৭১৩৩৭৪২৩৭
৬০। ওসি জীবননগর- ০১৭১৩৩৭৪২৩৮
৬১। ওসি ডামুরহুদা- ০১৭১৩৩৭৪২৩৯
৬২। ওসি মেহেরপুর- ০১৭১৩৩৭৪২৪৯
৬৩। ওসি গাংনী- ০১৭১৩৩৭৪২৫০
৬৪। ওসি মুজিবনগর- ০১৭১৩৩৭৪২৫১
বরিশাল বিভাগ
১। ওসি কোতয়ালী বরিশাল- ০১৭১৩৩৭৪২৬৭
২। ওসি হিজলা- ০১৭১৩৩৭৪২৬৮
৩। ওসি মেহেদীগঞ্জ- ০১৭১৩৩৭৪২৬৯
৪। ওসি মুলাদী- ০১৭১৩৩৭৪২৭০
৫। ওসি বাবুগঞ্জ- ০১৭১৩৩৭৪২৭১
৬। ওসি বাকেরগঞ্জ- ০১৭১৩৩৭৪২৭২
৭। ওসি বানারীপাড়া- ০১৭১৩৩৭৪২৭৩
৮। ওসি আগৌলঝাড়া- ০১৭১৩৩৭৪২৭৪
৯। ওসি গৌরনদী- ০১৭১৩৩৭৪২৭৫
১০। ওসি উজিরপুর- ০১৭১৩৩৭৪২৭৬
১১। ওসি ঝালকাঠি- ০১৭১৩৩৭৪২৮৬
১২। ওসি নলছিঠি- ০১৭১৩৩৭৪২৮৭
১৩। ওসি রাজাপুর- ০১৭১৩৩৭৪২৮৮
১৪। ওসি কাঠালিয়া- ০১৭১৩৩৭৪২৮৯
১৫। ওসি ভোলা- ০১৭১৩৩৭৪৩০০
১৬। ওসি দৌলতখান- ০১৭১৩৩৭৪৩০১
১৭। ওসি তজুমুদ্দিন- ০১৭১৩৩৭৪৩০২
১৮। ওসি বোরহানউদ্দিন- ০১৭১৩৩৭৪৩০৩
১৯। ওসি লালমোহন- ০১৭১৩৩৭৪৩০৪
২০। ওসি চরফ্যাশন- ০১৭১৩৩৭৪৩০৫
২১। ওসি মনপুরা- ০১৭১৩৩৭৪৩০৬
২২। ওসি পটুয়াখালী- ০১৭১৩৩৭৪৩১৮
২৩। ওসি বাউফল- ০১৭১৩৩৭৪৩১৯
২৪। ওসি গলাচিপা- ০১৭১৩৩৭৪৩২০
২৫। ওসি দশমিনা- ০১৭১৩৩৭৪৩২১
২৬। ওসি দুমকী- ০১৭১৩৩৭৪৩২২
২৭। ওসি কলাপাড়া- ০১৭১৩৩৭৪৩২৩
২৮। ওসি মির্জাগঞ্জ- ০১৭১৩৩৭৪৩২৪
২৯। ওসি রাঙ্গাবালি- ০১৭১৩৩৭৪৩২৫
৩০। ওসি পিরোজপুর- ০১৭১৩৩৭৪৩৩৬
৩১। ওসি ভান্ডারিয়া- ০১৭১৩৩৭৪৩৩৭
৩২। ওসি নেসারাবাদ- ০১৭১৩৩৭৪৩৩৮
৩৩। ওসি কাউখালী- ০১৭১৩৩৭৪৩৩৯
৩৪। ওসি নাজিরপুর- ০১৭১৩৩৭৪৩৪০
৩৫। ওসি জিয়া নগর- ০১৭১৩৩৭৪৩৪১
৩৬। ওসি মঠবাড়ীয়া- ০১৭১৩৩৭৪৩৪২
৩৭। ওসি বরগুনা- ০১৭১৩৩৭৪৩৫৩
৩৮। ওসি আমতলী- ০১৭১৩৩৭৪৩৫৪
৩৯। ওসি পাথরঘাটা- ০১৭১৩৩৭৪৩৫৫
৪০। ওসি বেতাগী- ০১৭১৩৩৭৪৩৫৬
৪১। ওসি বামনা- ০১৭১৩৩৭৪৩৫৭
৪২। ওসি তালতলি- ০১৭১৩৩৭৪৩৫৮
সিলেট বিভাগ
১। ওসি কোতয়ালী (সিলেট)- ০১৭১৩৩৭৪৩৭৫
২। ওসি বালাগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৭৬
৩। ওসি জৈন্তাপুর- ০১৭১৩৩৭৪৩৭৭
৪। ওসি গোয়াইনঘাট- ০১৭১৩৩৭৪৩৭৮
৫। ওসি কানাইঘাট- ০১৭১৩৩৭৪৩৭৯
৬। ওসি কোম্পানীগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮০
৭। ওসি জকিগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮১
৮। ওসি বিয়ানীবাজার- ০১৭১৩৩৭৪৩৮২
৯। ওসি গোলাপগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮৩
১০। ওসি বিশ্বনাথ- ০১৭১৩৩৭৪৩৮৪
১১। ওসি ফেঞ্চুগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮৫
১২। ওসি দক্ষিন সুরমা- ০১৭১৩৩৭৪৩৮৬
১৩। ওসি ওসমানী নগর- ০১৭১৩৩৭৪৩৮৭
১৪। ওসি হবিগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৯৮
১৫। ওসি মাধবপুর- ০১৭১৩৩৭৪৩৯৯
১৬। ওসি চুনারুঘাট- ০১৭১৩৩৭৪৪০০
১৭। ওসি বাহুবল- ০১৭১৩৩৭৪৪০১
১৮। ওসি লাখাই- ০১৭১৩৩৭৪৪০২
১৯। ওসি নবীগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৩
২০। ওসি বানিয়াচং- ০১৭১৩৩৭৪৪০৪
২১। ওসি আজমিরিগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৫
২২। ওসি শায়েস্তাগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৬
২৩। ওসি সুনামগঞ্জ- ০১৭১৩৩৭৪৪১৮
২৪। ওসি ছাতক- ০১৭১৩৩৭৪৪১৯
২৫। ওসি জগন্নাথপুর- ০১৭১৩৩৭৪৪২০
২৬। ওসি তাহিরপুর- ০১৭১৩৩৭৪৪২১
২৭। ওসি বিশ্বম্বরপুর- ০১৭১৩৩৭৪৪২২
২৮। ওসি দোয়ারাবাজার- ০১৭১৩৩৭৪৪২৩
২৯। ওসি দিরাই- ০১৭১৩৩৭৪৪২৪
৩০। ওসি সালনা- ০১৭১৩৩৭৪৪২৫
৩১। ওসি জামালগঞ্জ- ০১৭১৩৩৭৪৪২৬
৩২। ওসি ধর্মপাশা- ০১৭১৩৩৭৪৪২৭
৩৩। ওসি মধ্যনগর- ০১৭১৩৩৭৪৪২৮
৩৪। ওসি মৌলভীবাজার- ০১৭১৩৩৭৪৪৩৯
৩৫। ওসি শ্রীমঙ্গল- ০১৭১৩৩৭৪৪৪০
৩৬। ওসি কমলগঞ্জ- ০১৭১৩৩৭৪৪৪১
৩৭। ওসি রাজনগর- ০১৭১৩৩৭৪৪৪২
৩৮। ওসি কুলাউড়া- ০১৭১৩৩৭৪৪৪৩
৩৯। ওসি বড়লেখা- ০১৭১৩৩৭৪৪৪৪
৪০। ওসি জুরি- ০১৭১৩৩৭৪৪৪৫
আমরা তাৎক্ষনিকভাবে ঢাকার ভেতরে যে এলাকা থেকে সেবা নিশ্চিত করতে সক্ষম তার একটি তালিকা প্রকাশ করছি। এছাড়াও ঢাকার বাইরের যে জেলা ও উপজেলা থেকে সল্প সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে পারি সেটি এখানে উল্ল্যেখ করছি।
ঢাকা শহরে-
শের-ই-বাংলা নগর, শ্যামলি, আগারগাও, তালতলা, ষাট ফুট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, নিউরো সায়েন্স হাসপাতাল, পীরেরবাগ, শিশু হাসপাতাল, গনভবন, জাতীয় হার্ট হাসপাতাল, কল্যাণপুর, পান্থপথ, রাজা বাজার, গ্রিন রোড, ধানমন্ডি ৩২, স্কয়ার, মিরপুর, কলাবাগান, ক্রিসেন্ট রোড, গ্রিন রোড, ধানমন্ডি, ইবনে সিনা, জিগাতলা, রায়ের বাজার, হাজারিবাগ, শিকদার মেডিকেল, ধানমন্ডি ২, ধানমন্ডি ১৫, ধানমন্ডি ২৭, শংকর, শাহবাগ, পরিবাগ, পিজি হাসপাতাল, বারডেম, মিন্টু রোড, বাংলা মোটর, স্কাটন, মৎস্য ভবন, ঢাকা মেডিকেল, লালবাগ, আজিমপুর, চক বাজার, গুলিস্থান, বঙ্গ বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিডফোর্ড হাসপাতাল, উত্তরা, মোহাম্মদপুর, দারুর সালাম, গাবতলি, তেজগাঁও, মহাখালী, নাবিস্কো, রসুলবাগ, তিব্বত, বেগুন বাড়ি, কুনি পাড়া, শনির আখড়া, কলোনী বাজার, নিকেতন, রামপুরা, মেরাদিয়া, মালিবাগ, শাহজাহানপুর, রমনা, আদাবর, কাফরুল, বাড্ডা, কুর্মিটোলা, যাত্রাবাড়ী, সিএমএইচ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, হলি ফ্যামিলি।
এছাড়াও ঢাকা বাহিরে প্রায় প্রতিটি জেলা এবং ১২৮ টি উপজেলা থেকে এ্যাম্বুলেন্স সেবা গ্রহন করা সম্ভব।
নন-এসি (শীতাতাপ নিয়ন্ত্রিত এমন নয় অ্যাম্বুলেন্স), এসি (শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স…
যে রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, গুরুতর শ্বাসকষ্ট ছাড়া বিভিন্ন রোগে ক্রিটিক্যাল…
এই অ্যাম্বুলেন্স মূলত মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রিত। সাধারণত লাশের দেহ দীর্ঘসময় সংরক্ষণ…
রোগী স্থানান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এয়ার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টার বা বিমানে সাধারণতঃ…
১৮ কোটি মানুষের দেশে এ্যাম্বুলেন্সের সংখ্যা গড়ে মাত্র সাড়ে ৮ হাজার। যার প্রায় তিনের একভাগ সাধারণ যানের নিবন্ধনে চলাচল করে। প্রকৃত নিবন্ধিত এ্যাম্বুলেন্সের সংখ্যা ৬ হাজারের কিছু বেশী। এর ভিতরেই আছে সরকারী এ্যাম্বুলেন্স। যা দেশের স্বাস্থ্য সেবায় খুবই অপ্রতুল। এই বেশি অংশের জায়গা দখল আছে সল্প শিক্ষিত মানুষ। যারাই মূলত এ্যাম্বুলেন্সের স্বত্বাধিকারী।