ফ্রিজার ভ্যান (লাশবাহী)
এই অ্যাম্বুলেন্স মূলত মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রিত। সাধারণত লাশের দেহ দীর্ঘসময় সংরক্ষণ বা দূরবর্তী এলাকাতে স্থানান্তরের ক্ষেত্রে এই সেবার প্রয়োজন হয়ে থাকে। তবে গ্রীষ্মপ্রধান বাংলাদেশে মৃতদেহ দূরে নিয়ে যাওয়াটা অনেক সময় বেশ ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ফ্রিজার ভ্যান বেশ সহায়ক। প্রতিটি ভ্যানে সর্বোচ্চ দুটি মৃতদেহ বহন করা যায়। সিঙ্গেল ডেকর যানের সাথে চালকের পাশে একজন এবং ডাবল ডেকর যানের সাথে অতিরিক্ত আরও দুইটি আসনের ব্যবস্থা আছে।