নন-এসি (শীতাতাপ নিয়ন্ত্রিত এমন নয় অ্যাম্বুলেন্স)
সাধারণ পরিবহনের মত তবে অ্যাম্বুলেন্স সুবিধা আছে কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত নয় এমন অ্যাম্বুলেন্স। খুব গুরুত্বপূর্ণ নয় অথবা সাধারণ জখম প্রাপ্ত রোগীরা এই অ্যাম্বুলেন্স এর মাধ্যমে সেবা গ্রহন করে থাকে।
এসি অ্যাম্বুলেন্স (শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স)
রোগীর শরীর শীত প্রবাহ গ্রহণ করতে সক্ষম অর্থাৎ অ্যাম্বুলেন্সের মাধ্যম্যে শীতাতাপ নিয়ন্ত্রিন করা যায় এমন গাড়িতে রোগীরা এই সেবা নিয়ে থাকে।